সৌভিক মুখার্জী, কলকাতা: বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় কাপছে গোটা বিশ্বের অর্থনীতি। আর ঠিক তখন ভারতের দিকে তাকিয়ে বিরাট ভবিষ্যৎবাণী করে ফেলল আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান জেপি মর্গ্যান (JP Morgan)। তারা জানিয়েছে, যুদ্ধ বা বাণিজ্য বন্ধ, যাই হয়ে যাক না কেন, ভারতের অর্থনীতির উপর কোনও আঁচ পড়বে না। তারা বলতে চাইছে, ভারত হতে চলেছে বিশ্বের একমাত্র ‘সেফ হ্যাভেন’, অর্থাৎ নিরাপদ বিনিয়োগের কেন্দ্র।
বাণিজ্য যুদ্ধ হলে কী হবে?
জেপি মর্গ্যানের মতে, বিশ্বের দ্বিতীয় দফার বাণিজ্য যুদ্ধের আঁচ পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে আমেরিকা এবং চীনের মধ্যে যে শুল্ক যুদ্ধ দেখা গিয়েছিল, সেখানে দুই দেশ একে অপরের পণ্যের উপর প্রায় 200%-এর বেশি আমদানি শুল্ক চাপিয়ে দিয়েছিল।
আর এহেন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্য যে অস্থিরতা তৈরি হবে, তা বলার অপেক্ষা রাখে না। আর এই অস্থির বাজারে বিনিয়োগকারীরা একমাত্র নিরাপদ বাজারের দিকেই পা বাড়াবেন বলে মনে করছে বিশেষজ্ঞরা।
এই পরিস্থিতিতে জেপি মর্গ্যান মনে করছে, ভারত এমন এক অর্থনৈতিক দেশ হয়ে উঠছে, যেখানে বিনিয়োগকারীরা সম্পূর্ণ আস্থা রাখতে পারবে। কারণ, ভারতের অর্থনৈতিক ভিত যথেষ্ট শক্তিশালী এবং রাজনৈতিক স্থিতিশীলতা ধারাবাহিকভাবেই বজায় থাকবে।
গ্রামীণ চাহিদা এবং সুদের হার
রিপোর্টে উঠে এসেছে আরও চমক দেওয়া তথ্য। প্রথমত দেখা যাচ্ছে, সুদের হার কমছে। এর ফলে ঋণ নেওয়া যেমন একদিকে সহজ হচ্ছে, তেমনই বাড়ছে ব্যবসায়িক বিনিয়োগ। দ্বিতীয়ত দেখা যাচ্ছে, গ্রামীণ ভারতের চাহিদা লাগামছাড়া বাড়ছে। কারণ, ভারতের বৃহৎ জনগোষ্ঠী এখনও পর্যন্ত গ্রামেই বসবাস করে। আর এখানে চাহিদা বাড়া মানেই অভ্যন্তরীণ বাজার শক্তিশালী হওয়া।
তৃতীয়ত, কর হ্রাস পাচ্ছে। সরকারের পক্ষ থেকে করের পরিমাণ কিছুটা কমানো হলে মানুষের হাতে যে বেশি টাকা থাকবে, তা খরচ এবং বিনিয়োগে ব্যবহৃত হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। আর এর ফলে অর্থনৈতিক ভিত আরও উন্নত হবে।
আরও পড়ুনঃ রাজ্যের মুকুটে নয়া পালক! জগন্নাথ মন্দিরের পর এবার মন্দারমণিতে স্পোর্টস মিউজিয়াম
ভবিষ্যৎ সম্ভাবনা
জেপি মর্গ্যানের এই বক্তব্য থেকে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে যে, আগামী দিনে বিশ্বের অর্থনীতিকে একাই কাঁধে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখবে ভারত। আমেরিকা বা চিন ধারেপাশে ঠাই পাবে না। আর ঠিক এ কারণেই বৈশ্বিক বিনিয়োগকারীদের নজর এখন শুধুমাত্র ভারতের অর্থনীতির দিকে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |