বিক্রম ব্যানার্জী, কলকাতা: 22 এপ্রিলের বদলা নিল ভারত। পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় প্রাণ দিয়েছিলেন 26 জন নিরীহ ভারতীয়। এবার সেই বলিদানের হিসেব ইঞ্চিতে ইঞ্চিতে মিটিয়ে নিল দিল্লি (Operation Sindoor)।
মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রত্যাঘাত করেছে ভারতীয় বায়ু সেনা। জাতীয় নিরাপত্তা মন্ত্রকের বিবৃতি মারফত খবর, বেছে বেছে পাক জঙ্গিদের 9 ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। তবে পাকিস্তানি সেনাবাহিনীর কোনও পরিকাঠামোয় আঘাত হানেনি ভারতীয় সেনা।
অপারেশন সিঁদুরে প্রাণ গেল 90 পাক জঙ্গির!
ভারতীয় নিরাপত্তা মন্ত্রকের তরফে জঙ্গিদের মৃত্যু নিয়ে স্পষ্ট বিবৃতি নাম এলেও, বেশ কয়েকটি সূত্র দাবি করছে, মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানগুলি পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে। খোঁজ নিয়ে জানা গেল, পাক মদদপুষ্ট জঙ্গিদের 9 ঘাঁটিতে হামলা চালিয়ে অন্তত 90 জনকে নিকেশ করা হয়েছে!
যদিও ভারতীয় নিরাপত্তা মন্ত্রকের তরফে এই সংক্রান্ত কোনও স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। তবে হিসেব যা বলছে, ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান 9 সন্ত্রাসী আস্তানায় হামলা চালালে, সেই সময়ে ওই ডেরায়গুলিতে 900 জন জঙ্গি উপস্থিত ছিলেন। শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে 90 জনেরই প্রাণ গিয়েছে।
অবশ্যই পড়ুন: ঘরে ঢুকে মারল ভারত! পাকিস্তানের ১০০ কিমি ভিতরে স্ট্রাইক, গুঁড়িয়ে গেল একাধিক জঙ্গি ঘাঁটি
পাকিস্তানের বড় দাবি
ভারতের তরফে জবাব পাওয়ার পর মুখ খুলেছে পাকিস্তান। সদ্য পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস-এর ডিরেক্টর জেনারেল সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, ভারতের অপারেশন সিঁদুরে নাকি পাকিস্তানের মোট 6 জায়গায় হামলা চলেছে। মোট 24টি হামলায় নাকি ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু পাক নাগরিক!
যদিও পাকিস্তানের এমন অপ্রাসঙ্গিক দাবির সত্যতা যাচাই করা যায়নি। তবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক লিখিত বিবৃতি জারি করে সাফ জানিয়ে দিয়েছে, ভারতের এই স্ট্রাইক কোনও ভাবেই পাকিস্তানের সেনাবাহিনীকে আঘাত করেনি। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের দাবি একেবারে ভিত্তিহীন! ভারতের লক্ষ্য শুধুমাত্র জঙ্গিদের গোড়া থেকে নির্মূল করা!
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |