ভারতীয় বায়ুসেনার নৈশভোজে রাওয়ালপিন্ডি চিকেন, ভাওয়ালপুর নান! ভাইরাল মেনু কার্ড

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় বায়ুসেনার 93 তম প্রতিষ্ঠা দিবসে বেজায় অপমানিত পাকিস্তান! আসলে বিমানবাহিনীর প্রতিষ্ঠা দিবসের নৈশভোজে হয়েছে এলাহী আয়োজন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই মেনু কার্ড (Indian Air Force Menu Card)। আর তাতেই উপর থেকে নিচ, আগা পাঁচতলা পাকিস্তানকে জোরালো ট্রোল করেছে ভারতীয় সেনা। মেনু কার্ডে প্রত্যেকটি পদের নাম দেখার পর হাসি আটকে রাখতে পারছেন না নেট নাগরিকরাও।

অপারেশন সিঁদুর স্মরণ করাল বায়ুসেনার নৈশভোজের মেনু কার্ড

গত 7 মে, অপারেশন সিঁদুরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের উপর দাঁড়িয়ে তান্ডব চালিয়েছে ভারতীয় বায়ুসেনা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে একের পর এক জঙ্গি ঘাঁটি। মৃত্যু হয়েছে শতাধিক সন্ত্রাসীর। উড়েছে পাক সেনার বিমান ঘাঁটি! সবশেষে জয়টা যে ভারতেরই হয়েছে সে কথা বলার অপেক্ষা রাখে না। যদিও আরও একবার অপারেশন সিঁদুরের সাফল্যকে স্মরণ করাতে 93 তম প্রতিষ্ঠা দিবসের নৈশভোজে বিশেষ মেনু কার্ডের আয়োজন করেছিল ভারতীয় বায়ুসেনা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই মেনু কার্ডে চোখ রাখলে দেখা যাবে, মেনুর শুরুতেই রয়েছে রাওয়ালপিন্ডি চিকেন টিক্কা মশলা। এরপর একে একে রাফিকি রারা মটন, ভোলারি পনির মেথি মালাই, সুক্কুর সাম সাভেরা কোপ্তা, সরগোদা ডাল মাখানি, জাকোদাবাদ মেওয়া পোলাও, ভাওয়ালপুর নান এবং মুরদিক মিষ্টি পান দিয়ে শেষ হচ্ছে মেনু।

বলাই বাহুল্য, অপারেশন সিঁদুরে পাকিস্তানকে নাস্তানাবুত করে সেই খবর বুক ফুলিয়ে জানিয়েছিল ভারতীয় বায়ুসেনা। এবার সেই কথাই স্মরণ করিয়ে দিতে মেনু কার্ডের প্রতিটি ভারতীয় খাবারের সাথে পাকিস্তানের বিভিন্ন জায়গার নাম যোগ করে পশ্চিমের দেশকে নিয়ে চূড়ান্ত মশকরা করেছে ভারতীয় বিমান বাহিনী। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিককালে আর অন্য কোনও দেশকে নিয়ে ভারতীয় সেনা এমন মশকরা করেছে কিনা তা মনে করা কঠিন।

অবশ্যই পড়ুন: ভারতে ক্যাম্পাস খুলবে ব্রিটেনের ৯টি বিশ্ববিদ্যালয়, মোদির সাথে বৈঠকে বড় ঘোষণা স্টার্মারের

উল্লেখ্য, গত মে মাসে সিঁদুর অভিযান চালিয়ে পাক সেনার গুরুত্বপূর্ণ বায়ু ঘাঁটি নূর খান এয়ারবেস বা জাকোবাবাদ এয়ার বেস গুড়িয়ে দিয়েছিল ভারত। ভারতীয় বায়ুসেনার আঘাতে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের সুক্কুর বা রাফিকি এয়ারবেস, মুরিদক এয়ারবেস সহ মেনু কার্ডে উল্লেখিত বাকি জায়গা গুলি। নেট নাগরিকদের দাবি, মেনু কার্ড দেখে নিশ্চয়ই পুরনো স্মৃতি ঝালিয়ে নেবে পাকিস্তান!

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join