বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার মধ্যরাতে শক্তিশালী রাফাল থেকে স্ক্যাল্প মিসাইল ছুঁড়ে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলিকে ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। ভারতীয় নারীদের সিঁদুর মোছার অপরাধের ফল কতটা ভয়ঙ্কর হতে পারে, তা বুঝতে পেরেছে পাকিস্তান!
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের দেখানো পথে হেঁটে ও প্রধানমন্ত্রীর অনুমতির পরই পাকিস্তানের বুকে সজোরে আঘাত হেনেছে ভারতের অপারেশন সিঁদুর। সূত্রের খবর, পাক মদদপুষ্ট সন্ত্রাসী আস্তানাগুলিকে ধ্বংস করে নিরাপদে দেশে ফিরে এসেছেন ভারতীয় বায়ুসেনার বীর জওয়ানরা।
নিরাপদে দেশে ফিরলেন যুদ্ধবিমান চালকরা
পাকিস্তানের ভারত বিরোধী পদক্ষেপের পর বেছে বেছে জঙ্গিঘাঁটি গুলি ধ্বংস করেছে ভারতীয় মিসাইল। দেশের মাটিতে আঁচ আসলে তার পরিনাম কতটা খতরনাক হতে পারে সে কথা ভারতের অপারেশন সিঁদুরের পর বুঝে গিয়েছে গোটা বিশ্ব।
এমতাবস্থায়, সফলভাবে অপারেশন সিঁদুর সম্পন্ন করার পর ভারতীয় বায়ু সেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালানো সকল যুদ্ধ বিমানের চালকরা নিরাপদে দেশে ফিরে এসেছেন। ইতিমধ্যেই সেই খবর সগর্বে ছেপেছে বহু সংবাদ মাধ্যম।
অবশ্যই পড়ুন: সহায় স্বয়ং ঈশ্বর! IPL-র মাঝপথে ভাগ্য ফিরল নাইটদের! প্লে অফে বিরাট সুবিধা পেয়ে গেল KKR
ধ্বংস করা হয়েছে একাধিক জঙ্গি ঘাটি
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার মাঝরাতে ভারতের অতর্কি হামলার পর, অক্ষত নেই কোনও পাকিস্তানি জঙ্গিঘাঁটি! একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারতীয় বিমানবাহিনীর জোরালো আঘাতে ধ্বংস হয়েছে জইশ ঘাঁটি, বাহাওয়ালপুরের পুলওয়ামা হামলার ট্রেনিং সেন্টার, শিয়ালকোটের ISI-র মদতে তৈরি হিজবুল লঞ্চিং প্যাড, লস্কর-ই-তৈবার ক্যাম্প, হিজবুল মুজাহিদিনের অস্ত্রভাণ্ডার, লস্কর জঙ্গিদের ট্রেনিং ক্যাম্প সহ একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত।