সৌভিক মুখার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান সীমান্তে ফের ছড়িয়েছে উত্তেজনা (2025 India-Pakistan Standoff)। শনিবার সন্ধ্যায় যুদ্ধ বিরতি ঘোষণা সত্ত্বেও কয়েক ঘণ্টার ব্যবধানে ফের গোলাবর্ষণ শুরু করেছে সন্ত্রাসের দেশ। আর এই ঘটনার পর মোক্ষম জবাব দিতে গিয়ে ভারতের বিমানবাহিনী থেকে ছোঁড়া হয়েছে ভয়ংকর ব্রহ্মস মিসাইল। কার্যত কেঁপে উঠেছে কাঙালের দেশ।
যুদ্ধবিরতির পরেও আক্রমণ!
শনিবার সন্ধ্যা ঠিক 5টা নাগাদ ভারত ও পাকিস্তান দুইপক্ষ থেকেই যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়। কিন্তু সেই ঘোষণা কার্যকর হওয়ার মাত্র তিন ঘন্টার ব্যবধানেই পাকিস্তান ফের সীমান্তে গোলাবার্ষণ করে। রাজৌরি, অখনূর ও সাম্বা জেলার সীমান্তবর্তী এলাকাগুলিতে মধ্যরাত্রে ব্যাপক বিস্ফোরণ এবং গোলাগুলি বিনিময় দেখা যায়। শুধু তাই নয়, শ্রীনগর, উদামপুর ও জন্মু অঞ্চলেও বিস্ফোরণের শব্দ কানে এসেছে।
সীমান্ত চলছে কড়া নজরদারি
গোটা রাতভর গোলাবার্ষণের পর এখন সীমান্তে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। সূত্রের খবর, মধ্যরাতে সীমান্তবর্তী জেলাগুলিতে ব্ল্যাকআউট জারি হয়েছিল। এমনকি তা সকালেই তুলে নেওয়া হয়েছে। ভারতীয় সেনারা এখন সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে। পাকিস্তানের যে কোনো কূটনৈতিক কৌশলের যোগ্য জবাব সুদে আসলে ফেরত দিতে অপেক্ষা করছে ভারতীয় আর্মি।
ব্রহ্মস মিসাইল ছুঁড়েছে ভারত
সম্প্রতি পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ভারত তাদের ভূখণ্ডের ভিতরে অবস্থিত লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে দীর্ঘ পাল্লার সুপারসনিক ব্রহ্মস মিসাইল পাকিস্তানের ঘাঁটিগুলিকে উদ্দেশ্য করে ছুঁড়ে মেরেছে। আর এর প্রতিবাদে পাকিস্তান ড্রোন হামলার পথ বেছে নিয়েছে। এই বিবৃতির পর থেকেই কার্যত পাকিস্তানের প্রশাসন এবং সেনাবাহিনীর মধ্যে তৎপরতা বৃদ্ধি পেয়েছে। যদিও ভারত সরকারের পক্ষ থেকে এই অভিযোগের সত্যতা এখনো যাচাই করা হয়নি।
আরও পড়ুনঃ ভারতের অপারেশন সিঁদুরে বিরাট ক্ষতি পাকিস্তানের! চারদিন ঠিক কী কী হল? জানুন সবটা
তবে জানিয়ে রাখি, পাকিস্তানের ড্রোন হামলায় পাঞ্জাবের ফিরোজপুরে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের দেখতে লুধিয়ানায় জিএমসি হাসপাতালে পৌঁছেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তার বক্তব্য, ফরিস্তের যোজনার আওতায় আহতদের চিকিৎসার খরচ সম্পূর্ণ সরকার বহন করবে।
তিন বাহিনীর প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
এদিকে বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, রবিবার সকালে ভারতের স্থল, নৌ এবং বিমানবাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সারেন। প্রধানমন্ত্রীর নিজ বাসভবনেই এই বৈঠক চলেছে। পরিস্থিতি বিবেচনায় আনতে পাকিস্তানের বিরুদ্ধে আগামী পদক্ষেপ কি নেওয়া হবে, সেই সম্পর্কেই বিস্তার আলোচনা করা হয় এই বৈঠকে। যুদ্ধ বিরতি সত্বেও পাক সেনাদের ফের উস্কানিমূলক হামলার জবাব ভারত কীভাবে সুদে আসলে ফেরত দেয়, এখন শুধু সেটাই দেখার।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |