বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের সফল সিঁদুর অভিযানের মাঝেই উঠে আসছে বড় খবর। শোনা যাচ্ছে, ছত্তিশগড়ের বিজাপুর জেলার সারেগুট্টা পাহাড়ে নিরাপত্তা রক্ষীদের (Indian Army) গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে 22 জন নকশাল। সূত্রের খবর, বিগত বেশ কয়েকদিন ধরেই ওই এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছিল ভারতীয় সেনাবাহিনী সদস্যরা। অবশেষে, নকশাল দমন অভিযানে সফল হল ভারত। যদিও 22 জনের মৃত্যু প্রসঙ্গে, এখনও পর্যন্ত কোনও রকম আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ছত্তিশগড়ের বিজাপুর জেলার ওই এলাকায় অভিযান চালিয়ে 22 জন কুখ্যাত নকশালকে হত্যা করার পাশাপাশি দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে 200টিরও বেশি আইইডি বিস্ফোরক উদ্ধার করেছে ভারতীয় সেনা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, কারেগুট্টা পাহাড়ের প্রায় 5000 ফুট উঁচুতে একাধিক সেনা মোতায়েন করেছিল ভারত। ওয়াকিবহাল মহল বলছে, সেনা অভিযানের খবর পেয়ে পরবর্তীতে বাকি নকশালরা ছত্তিশগড়ের প্রবেশের চেষ্টা করলে ভারতীয় জওয়ানরা তাদের হাতে নাতে ধরে ফেলবে।
দুর্গম পরিবেশের মধ্যেই তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা
বিজাপুরের কারেগুট্টা পাহাড় লাগোয়া অঞ্চল কতটা ভয়ানক, সেই সম্পর্কে ধারণা রয়েছে অনেকেরই। মূলত বাঁশের ঝোপ যার ও বন্য লতা পাতায় ভর্তি দুর্গম অঞ্চলে এক মুহূর্ত টিকে থাকা দুষ্কর, সেই আবহে দাঁড়িয়ে প্রতিমুহূর্তে পাহাড়ের চূড়ায় তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা। সূত্র বলছে, এখনও বেশ কয়েকজন নকশালপন্থী নেতা বিজাপুরের ওই জঙ্গলে লুকিয়ে রয়েছেন। আর তাদের খুঁজে বের করতেই প্রাণপাত করে তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা।
অবশ্যই পড়ুন: সবাই নিরাপদ, পাকিস্তানকে শিক্ষা দিয়ে অক্ষত অবস্থায় দেশে ফিরলেন বায়ুসেনার পাইলটরা
ভারতীয় সেনার প্রথম অভিযান
জানিয়ে রাখি, বিজাপুরের কারেগুট্টা পাহাড়ি এলাকায় ভারতীয় সেনার এমন বৃহত্তর অভিযান এটাই প্রথম। কারণ, ছত্তিশগড়ের ওই পাহাড়ি অঞ্চলের দুর্গম পরিবেশে এর আগে কখনই তল্লাশি অভিযানে নামেনি ভারতীয় সেনাবাহিনী।
বর্তমানে, দিনের পর দিন দুর্গম আবহের মধ্যেই জঙ্গলে লুকিয়ে থাকা নকশালদের খুঁজতে অতন্ত্র প্রহরী হিসেবে ওই পাহাড়ের ঠায় দাঁড়িয়ে রয়েছেন সেনা জাওয়ান থেকে শুরু করে ইন্ডিয়ান আর্মি অফিসাররা। সূত্রের খবর, বর্তমানে গোটা পাহাড়ের দখল নিয়েছে ভারতীয় সেনা। জঙ্গলের কোণায় কোণায় লুকিয়ে থাকা নকশালপন্থীদের খুঁজে বের করতে চলছে এক রোখা তল্লাশি অভিযান।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |