বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার পহেলগাঁওয়ে নিরাপরাধ 26 জন পর্যটককে গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা। আর সেই ঘটনার 24 ঘণ্টার মধ্যেই কাশ্মীরে দুই অনুপ্রবেশকারী জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা (Indian Army)। জানা যাচ্ছে, জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় ভারতীয় সেনাবাহিনীর সাথে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন 2 কুখ্যাত জঙ্গি। ইতিমধ্যেই সেই খবর নিশ্চিত করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।
অনুপ্রবেশ করতে গিয়েই শেষ
বুধবার ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়, বারামুল্লায় ফের অনুপ্রবেশের চেষ্টা করছিলেন 2 থেকে 3 জন জঙ্গি, আর এরপরই তাদের সাথে সংঘর্ষ শুরু হয় সেনা জাওয়ানদের। ভারতীয় সেনার চিনার কর্পসের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যায়, বুধবার নিরাপত্তা বাহিনীর সাথে দীর্ঘ গুলির লড়াই চলে ওই জঙ্গিদের। শেষ পর্যন্ত ভারী গুলি বিনিময় করে দুই অনুপ্রবেশকারী জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা।
উদ্ধার হয়েছে প্রচুর গোলাবারুদ ও যুদ্ধের সরঞ্জাম
ভারতীয় সেনাবাহিনীর তরফে পাওয়া তথ্য অনুযায়ী, বুধবার বারামুল্লায় দুজন অনুপ্রবেশকারী কুখ্যাত জঙ্গিকে গুলি করে হত্যা করার পর, তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ সহ একাধিক যুদ্ধের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সূত্র বলছে, কাশ্মীরের ওই অংশে ঢুকে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে নতুন ছক কষছিলেন তাঁরা। তবে শেষ রক্ষা হল না।
অবশ্যই পড়ুন: ফ্লোরিডায় কর্মরত, বড়মার পুজো দিয়ে বেড়াতে যান কাশ্মীর, আর ঘরে ফেরা হবে না বিতানের
সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার পহেলগাঁওয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলার খবর পেতেই সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সাথেই, পর্যটকদের মৃত্যুর জন্য দায় কাউকে রেয়াদ করা হবে না বলেও জানিয়ে দিয়েছিলেন মোদি। জানা যাচ্ছে, ইতিমধ্যেই সৌদি আরবের সফর সংক্ষিপ্ত করে দিল্লি ফিরেছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, দিল্লি পৌঁছে এক ফোঁটা সময়ও নষ্ট করেননি তিনি। রাজধানীতে পৌঁছতেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে প্রয়োজনীয় বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী।
জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী হামলার খবর পেতেই সৌদিতে নৈশভোজ বাতিল করেন তিনি। খবর, আগামীকাল রাতে দেশে ফেরার কথা ছিল তাঁর। তবে সফর সংক্ষিপ্ত করে আজ সকালেই দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী। বলা বাহুল্য, পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত 26 জন পর্যটকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সাথেই ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সহায়তা প্রদান করার আশ্বাসও দিয়েছেন তিনি।