বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মে মাসে, অপারেশন সিঁদুরের ধাক্কায় ছারখার হওয়ার উপক্রম হয়েছিল পাকিস্তানের! এবার কাঁপল আরেক প্রতিবেশী মিয়ানমারও। জানা যাচ্ছে, পার্শ্ববর্তী দেশটিতে জোরালো সার্জিক্যাল স্ট্রাইক (Surgical Strike In Myanmar) চালিয়েছে ভারতীয় সেনা। হাব নিউজের রিপোর্ট অনুযায়ী, ড্রোন হামলা চালিয়ে মিয়ানমারের নাগা জঙ্গিগোষ্ঠী এনএসসিএনের একটি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে সেনারা। রিপোর্ট অনুযায়ী, সোমবার অর্থাৎ দীপাবলীর রাতে এই বিশেষ অভিযান চালায় ভারতীয় বাহিনী।
কেন হঠাৎ এমন অভিযান ভারতের?
একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, উত্তর পূর্বের তিন রাজ্যের সঙ্গে মিয়ানমারের অন্তত 1643 কিলোমিটার সীমান্ত রয়েছে। যার মধ্যে অরুণাচল-মিয়ানমার সীমান্ত কম করে 500 কিলোমিটার। সূত্রের খবর, গত 16 অক্টোবর অসমের তিনসুকিয়া জেলার কাকোপাথর এলাকায় সেনা ছাউনি লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসীরা। আর এই ঘটনার পরই সেনার সাথে দীর্ঘ এক ঘণ্টা ধরে চলে গুলির লড়াই। পরবর্তীতে জানা গিয়েছে ওই হামলা চালিয়েছিল আলফা নামক একটি গোষ্ঠী।
এদিকে, একই দিনে অরুনাচলের চাংলংয়েও অতর্কিতে হামলা চালায় মিয়ানমারের জঙ্গিগোষ্ঠী এনএসসিএন বা খাপলাং ইউংআং এর সন্ত্রাসীরা। তাছাড়ও বিগত কয়েক বছর ধরে মিয়ানমারের গৃহযুদ্ধের কারণে সীমান্তে বেড়েছে তৎপরতা। সেই সাথে বেড়েছে নজরদারি। একই সাথে মনিপুর এবং অরুণাচলের সীমান্তবর্তী এলাকাগুলিতে ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। মূলত মিয়ানমার ভিত্তিক জঙ্গি সংগঠনের সীমান্ত সন্ত্রাস রুখতেই আকাশপথে ড্রোন হামলা চালিয়েছে ভারত।
অবশ্যই পড়ুন: সন্দীপের পর কে হবেন ইস্টবেঙ্গলের নতুন গোলকিপার কোচ? যা জানা গেল…
উল্লেখ্য, কিছুদিন আগেই মিয়ানমারের জঙ্গি ঘাঁটি গুলিতে কমান্ডো অভিযান চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। তাতে খুব একটা বড়সড় সাফল্য আসেনি। তবে এই প্রথমবারের মতো অপারেশন সিঁদুরের কায়দায় আকাশপথে সার্জিক্যাল স্ট্রাইক বা ড্রোন হামলা চালিয়ে জঙ্গিদের কঠোর জবাব দিল দেশের বীর জাওয়ানরা। যা আরও একবার পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের মৃত্যুর প্রতিশোধে পাকিস্তানের চালানো অপারেশন সিঁদুর এবং তাতে মৃত শতাধিক জঙ্গির সেই স্মৃতি উসকে দিল।