৮০০ কিমির থেকে বেশি রেঞ্জ, এবার ভারতীয় সেনার হাতে আসছে ব্রহ্মস

Published on:

brahmos

শ্বেতা মিত্র, কলকাতা : প্রতিরক্ষা সেক্টরে ফের একবার বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। ভারতীয় সেনাবাহিনী এবং বিমান বাহিনী শীঘ্রই ৮০০ কিলোমিটারেরও বেশি পরিসরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র (BrahMos Missile) পেতে চলেছে বলে খবর। প্রাণঘাতী ক্ষমতাসম্পন্ন এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলি প্রতিরক্ষা বাহিনীর শক্তি আগামী দিনে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

আরও শক্তি বাড়বে সেনাবাহিনীর

প্রতিরক্ষা সূত্রে খবর, প্রতিরক্ষা মন্ত্রক সেনাবাহিনী এবং বিমান বাহিনীতে ভূমি-আক্রমণকারী ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি নতুন সংস্করণ অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে। ভারতের ব্রহ্মাস্ত্র নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করণের পাল্লাও বৃদ্ধি পেয়েছে। এটি ৮০০ কিলোমিটার পর্যন্ত শত্রুর লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে সক্ষম। প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল ৮০০ কিলোমিটার পাল্লার প্রায় ২৫০টি ক্ষেপণাস্ত্র অধিগ্রহণের প্রস্তাব অনুমোদন করেছে।

প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিলের প্রাথমিক অনুমোদন পাওয়ার পর, প্রস্তাবটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হবে। সিসিএস থেকে অনুমোদন পাওয়ার পর, যত তাড়াতাড়ি সম্ভব সেনাবাহিনী এবং বিমান বাহিনীতে ব্রহ্মসের নতুন সংস্করণ অন্তর্ভুক্ত করার পথ পরিষ্কার হবে।

আতঙ্কে প্রতিবেশী চীন এবং পাকিস্তান!

আগে সুপারসনিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের পাল্লা ছিল প্রায় ৩০০ কিলোমিটার। কিন্তু এখন তাদের সক্ষমতা অনেক বেড়েছে। ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করণটি ৮০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই কারণেই এই সিদ্ধান্ত চীন ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলিতে আতঙ্কের সৃষ্টি করেছে বলে মনে করা হচ্ছে। ৮০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রগুলি মরুভূমি এবং আরও উঁচু অঞ্চলে মোতায়েন করা হবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ Blinkit-Zepto কে টক্কর, ১০ মিনিটে স্মার্টফোন ডেলিভার করবে Swiggy, পরিষেবা শুরু ১০ শহরে

শক্তি বাড়ছে ভারতের

পরিবর্তিত পরিবেশের চ্যালেঞ্জগুলি মাথায় রেখে, ভারত ক্রমাগত তার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করছে। এর আগে, প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল (DAC) ২০ মার্চ, ২০২৫ তারিখে ৫৪,০০০ কোটি টাকার অধিগ্রহণ প্রস্তাব অনুমোদন করে। এই সভায়, ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর আটটি প্রধান প্রতিরক্ষা ক্রয়ের জন্য প্রয়োজনীয়তার স্বীকৃতি (AON) মঞ্জুর করা হয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥