বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশবাসীর জন্য গর্বের খবর! বিগত বছরগুলিতে অর্থনৈতিক ক্ষেত্রে একের পর এক সাফল্যের পর এবার জাপানকে সরিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশে (Indian Economy) পরিণত হল ভারত।
শনিবার সরকারি থিঙ্ক ট্যাঙ্ক নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম জানিয়েছেন, বর্তমানে ভারত জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। নীতি অযোগের গভর্নিং কাউন্সিলের দশম বৈঠকের পর এই সুখবর শুনিয়েছিলেন সুব্রহ্মণ্যম।
অর্থনীতিতে আমেরিকা, চিনকেও টপকে যাবে ভারত!
শনিবার নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের দশম বৈঠকের পর সিইও সুব্রহ্মণ্যম স্পষ্ট জানিয়েছিলেন, সামগ্রিকভাবে বৈশ্বিক ও অর্থনৈতিক পরিবেশ ভারতের জন্য অনুকূল। বর্তমানে আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ। আজ ভারত 4 ট্রিলিয়ন ডলার অর্থনীতির অধিকারী।
এদিন সুব্রহ্মণ্যম আরও বলেন, ভারতের বর্তমান অর্থনীতি জাপানের থেকেও বেশি। তবে শুধুমাত্র আমেরিকা, চিন ও জার্মানিই ভারতের থেকে এগিয়ে রয়েছে। তবে আমার যা মনে হয়, আমরা যদি আমাদের চিন্তাভাবনা এবং পরিকল্পনায় অটল থাকি, তবে আর আড়াই থেকে তিন বছরের মধ্যে আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হব।
অবশ্যই পড়ুন: বৃন্দাবনের পর অযোধ্যায় বিরাট-অনুষ্কা, অবসরের পর প্রভু রামের শরণে কোহলি
উৎপাদনের জন্য সবচেয়ে সস্তা স্থান ভারত
সাম্প্রতিক সময়ে আমেরিকার থেকে মুখ ফিরিয়ে অ্যাপেল যেভাবে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে তাতে বোঝাই যায়, বিশ্বের তাবড় তাবড় সংস্থাগুলির কাছে ভারতের বাজার সব থেকে নিরাপদ। এ প্রসঙ্গে নীতি আয়োগের সিইও জানান, শুল্ক নিয়ে কী হবে তা অনিশ্চিত। তবে পরিস্থিতি যেভাবে পরিবর্তন হচ্ছে তাতে আমরা উৎপাদনের নিরিখে আগামী দিনে বিশ্বের সবচেয়ে নিরাপদ স্থান হয়ে উঠব। নীতি আয়োগের ওই প্রধানের সংযোজন, সম্পদ নগদীকরণের দ্বিতীয় দফার তৈরি হচ্ছে, খুব সম্ভবত আগস্টেই তা ঘোষণা করা হবে।