ইতিহাসে প্রথম, বিশ্বের চতুর্থ দেশ হয়ে উঠলো ভারত! শীঘ্রই পিছনে পড়বে চিন, জাপান

Updated on:

indias foreign exchange reserve cross 700 billion dollars

পার্থ সারথি মান্না, কলকাতাঃ পৃথিবীর কোনো দেশই স্বয়ং সম্পূর্ণ নয়। প্রতিটা দেশকেই কিছু জিনিস বাইরে থেকে আমদানি করতে হয় ও কিছু নিজ দেশের উৎপন্ন জিনিস রফতানি করা হয়। আন্তর্জাতিক বাজারে এই লেনদেনের জন্য দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার তৈরি করা হয়েছে সমস্ত দেশেই। এই বিদেশী মুদ্রার ভান্ডার বা Foreign Exchange Reserve এর নিরিখে ভারতের স্থান কত জানেন? চলুন আজকের প্রতিবেদনেই জেনে নেওয়া যাক বিস্তারিত।

পৃথিবীর চতুর্থ বৃহত্তম বৈদেশিক মুদ্রার ভান্ডার ভারতে

WhatsApp Community Join Now

সম্প্রতি জানা গিয়েছে পৃথিবীর সমস্ত দেশের নিরিখে ভারত চতুর্থ হয়েছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের ভিত্তিতে। কারো ইতিমধ্যেই ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডারের ৭০০ বিলিয়ন ডলারেরও বেশি জমা হয়ে গিয়েছে। শুধুমাত্র ২০১৪ থেকে ২০২৪ সালে মধ্যেই বিদেশী বিনিয়োগের পরিমাণ হয়েছে ৭০৯ বিলিয়ন ডলার। আকাশবাণীর একটি রিপোর্ট বলছে ভারত ২০১৪ সালে বিশ্বের পরিকাঠামো, আবিষ্কার ও মার্কেট সাইজের নিরিখে ৭১তম স্থানে ছিল। যেটা ২০১৮ সালে ৩৯তম হয়ে গিয়েছিল।

বিশ্বের পঞ্চম সর্ববৃহৎ অর্থনীতি ভারত

বর্তমানে বিশ্বের পঞ্চম সবচেয়ে বড় অর্থনীতি ভারতবর্ষ একথা কমবেশি সকলেই জেনে গিয়েছেন। তবে খুবই শীঘ্রই এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে। কারণ বিগত কয়েক দশকে লজিস্টিকস, সিকিউরিটি, সাইবার নিরাপত্তার দিক থেকে অনেকটাই উন্নতি হয়েছে। ব্যবসার জন্য আরও উপযোগী হচ্ছে ভারতীয় বাজার যার ফলে বিদেশী বিনিয়োগ আরও বাড়ছে প্রতিনিয়ত।

চিনকে টেক্কা দিতে তৈরী

জানলে অবাক হবেন, ২০২৪ সালে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্টিলের কাঁচামাল উৎপাদনকারী হয়েছে ভারত। এর আগে রয়েছে চীন। এখানেই শেষ নয়, গোটা বিশ্বের সবচেয়ে বেশি স্মার্টফোন তৈরী হয় চিনে। তবে এবার ঠিক তার পরেই রয়েছে ভারত যেটা আগামী দিনে স্মার্টফোন উৎপাদন শিল্পে অগ্রগতির লক্ষণ। তাছাড়া দেশের শিক্ষা ব্যবস্থাও দ্রুত উন্নত হচ্ছে। QS World University Ranking অনুযায়ী এশিয়ার সেরা ১০০ ইনস্টিটিউটের মধ্যে ৭টি রয়েছে ভারতেই।

সঙ্গে থাকুন ➥
X