টিম কুকের পর Apple-র নয়া বস সাবিহ খান! চেনেন এই ভারতীয় যুবককে?

Published:

New COO Of Apple
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: ভারতীয় নাগরিকদের জয়জয়কার! সত্য নাদেল্লা, সুন্দর পিচাইয়ের পরে এবার আমেরিকায় তথ্যপ্রযুক্তির অন্যতম কেন্দ্র সিলিকন ভ্যালির অন্যতম সংস্থা অ্যাপেলের বিশেষ পদ (New COO Of Apple) গ্রহণ করতে চলেছে আরও এক ভারতীয় বংশোদ্ভূত। জানা গিয়েছে এই সংস্থার দীর্ঘমেয়াদি পদে রাজ করতে চলেছেন উত্তরপ্রদেশের সাবিহ খান।

অ্যাপেলের নয়া COO পদে এক ভারতীয়!

গত কয়েকদিন ধরে বেশ জল্পনা করা হচ্ছিল যে অ্যাপেল সংস্থার COO পদে নয়া মুখ আসতে চলেছে। অবশেষে দীর্ঘ বৈঠকের পর গত মঙ্গলবার অ্যাপল কোম্পানি নয়া চিফ অপারেটিং অফিসার বা COO হিসেবে সাবিহ খানের নাম ঘোষণা করেছে। জানা গিয়েছে, আগে এই পদের অধিকারী ছিলেন জেফ উইলিয়ামস। এখন সেই জায়গায় স্থলাভিষিক্ত হতে চলেছে সাবিহ খানের। এই বিষয়ে অ্যাপল সংস্থার সিইও টিম কুকও সাবিহ খানের সম্পর্কে ভূয়সী প্রশংসা করেছেন।

সাবিহ খানের কর্মজীবন

বিশেষ সূত্রে জানা গিয়েছে ১৯৬৬ সালে উত্তরপ্রদেশের মোরাদাবাদে জন্ম হয়েছিল সাবিহ খানের। স্কুলে পড়াশোনা চলাকালীনই তাঁর পরিবারে সিঙ্গাপুরে চলে যায়। পরে আমেরিকায় স্থায়ী ভাবে বসবাস শুরু করে। সেখানেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও অর্থনীতিতে স্নাতক। অ্যাপেল সংস্থায় ১৯৯৫ তে কর্মসূত্রে যোগদান করেন সাবিহ খান।

তার আগে তিনি জিই প্লাস্টিক্স-এ কাজ করতেন। এরপর অ্যাপলে নানা বিভাগে কাজের পরে ২০১৯-এ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হন। তাঁর কর্মদক্ষতা সকলকে এতটাই প্রভাবিত করেছে যে প্রায় ৩০ বছর পর সাবিহ COO পদে নিজেকে নিযুক্ত করতে পেরেছেন।

বেতন পরিকাঠামো

যদিও অ্যাপল সংস্থা এখনও আনুষ্ঠানিকভাবে নয়া COO সাবিহ খানের বেতন নিয়ে কোনো কিছু ঘোষণা করেনি, তবে বিশেষ সূত্রে জানা গিয়েছে, জেফ উইলিয়ামস আগে বেসিক স্যালারি হিসেবে ১ মিলিয়ন ডলার পেতেন যা ভারতীয় মূল্যে দাঁড়ায় প্রায় ৮ কোটি টাকা। সঙ্গে থাকত বোনাস এবং অন্যান্য সুবিধা, সব মিলিয়ে প্রায় ২৩ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১৯১ কোটি টাকা। সেক্ষেত্রে তাই আশা করা যাচ্ছে যে সাবিহ খানের বেতনও একই পরিসরে থাকবে।

আরও পড়ুন: অ্যাড্রেস প্রুফে মানুষের বদলে ট্রাক্টরের ছবি! ডাকঘর ‘কুত্তাপুর’, আজব কাণ্ড বিহারে

উল্লেখ্য, সাবিহ খান বর্তমানে অ্যাপলের অপারেশনস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। সেক্ষেত্রে তাই এখনও COO পদেই রয়েছেন জেফ উইলিয়ামস। তবে আশা করা যাচ্ছে, এই মাসের শেষে সাবিহ, উইলিয়ামসের স্থলাভিষিক্ত হয়ে এই ভূমিকা গ্রহণ করবেন। সেই সময় উইলিয়ামস অ্যাপলের ডিজাইন টিমের পাশাপাশি কোম্পানির স্বাস্থ্য উদ্যোগের তত্ত্বাবধানে কাজ করবেন।

আরওAppleTim Cook
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join