আন্তর্জাতিক স্তরে কেন দুর্বল হচ্ছে ভারতীয় পাসপোর্ট? নেপথ্যে বড় কারণ

Published:

Indian Passport Falling In Global Rankings Helly passport index know reasons
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাসপোর্টের নিরিখে আন্তর্জাতিক স্তরে ক্রমশ দুর্বল হচ্ছে ভারতের অবস্থান। মান কমছে ভারতীয় পাসপোর্টের (Indian Passport Falling In Global Rankings)। সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সের নতুন র‍্যাঙ্কিং এর তথ্য অনুযায়ী, গতবছরের তুলনায় ভারতীয় পাসপোর্ট অনেকটাই দুর্বল হয়েছে। 80 থেকে 5 ধাপ নেমে এসে 999টি দেশের মধ্যে ভারতীয় পাসপোর্টের অবস্থান এখন 85তম স্থানে। কিন্তু কেন এমন চরম অবনতি ভারতীয় পাসপোর্টের? নেপথ্যে কি কোনও গুরুতর কারণ?

বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হওয়া সত্ত্বেও কেন কমছে ভারতীয় পাসপোর্টের মান?

না বললেই নয়, অর্থনীতির নিরিখে বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ ভারত। তবে অবাক করা বিষয়, বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হওয়া সত্ত্বেও হেনলি পাসপোর্ট ইনডেক্সে ভারতকেও ছাপিয়ে গিয়েছে রুয়ান্ডা, ঘানা এবং আজারবাইজানের মতো ছোট দেশগুলি। না বললেই নয়, গত 10 বছর ধরে ভারতীয় পাসপোর্টের র‍্যাঙ্কিং 80 র ঘরেই ঘোরাঘুরি করছিল। শেষবারের মতো 2021 সালে ভারতীয় পাসপোর্টের অবস্থান ছিল 90 নম্বরে। যদিও বর্তমানে সেই সংখ্যাটা 85 হলেও গতবারের তুলনায় সেটা 5 ধাপ নেমেছে।

এখন প্রশ্ন, কেন ক্রমাগত ভারতীয় পাসপোর্টের মান কমছে? তালিকায় কেন পিছিয়ে পড়ছে এ দেশের পাসপোর্ট? বিশেষজ্ঞ মহলের দাবি, আন্তর্জাতিক ক্ষেত্রে কোনও দেশের পাসপোর্টের অবস্থান দুর্বল হলে সেই দেশের নাগরিকদের পাসপোর্টের খরচ সহ ভিসা তৈরির খরচ যেমন বাড়ে তেমনই বেড়ে যায় অতিরিক্ত কাগজপত্র দাখিলের জন্য অপেক্ষা। বলাই বাহুল্য, পাসপোর্ট আসলে দেশের আন্তর্জাতিক সম্পর্ক এবং নাগরিকদের ব্যবসা ও শিক্ষার সুযোগ দিয়ে থাকে। সেই পর্বে, ভারতীয় পাসপোর্টের আজকের দিনে যা অবস্থা তাতে দেশের নাগরিকদের দুর্ভোগ ক্রমশ বাড়ছে।

বিশেষজ্ঞ মহলের দাবি, ভারতীয় পাসপোর্টের মান কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হতে পারে গোটা বিশ্বের ক্রমবর্ধমান প্রতিযোগিতা। বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ভ্রমণের জন্য একাধিক সুবিধা দিতে নতুন নতুন চুক্তি করছে। এদিকে রিপোর্ট বলছে, গত এক দশকে ভিসামুক্ত ভ্রমণের গড় সুযোগ বেড়ে প্রায় দুই গুণ হয়েছে। বলে রাখি, তালিকায় পিছিয়ে পড়লেও ভিসা মুক্ত প্রবেশাধিকারের নিরিখে কিছুটা এগিয়েছে ভারত। 2015 সালে ভারতের নাগরিকরা ভিসা ছাড়াই 52টি দেশে ভ্রমণ করতে পারতেন। তবে এবছর তাঁরা 57টি দেশে ভ্রমণ করতে পারছেন। এদিকে র‍্যাঙ্ক আবার 85। যদিও চলতি অক্টোবরে দুটি দেশে প্রবেশের অধিকার হারিয়েছে ভারত। যা আগে ছিল 59। সবমিলিয়ে বলাই যায়, বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের মধ্যে ভ্রমণ অংশীদারিত্ব বাড়াচ্ছে। সে কারণেই প্রতিযোগিতায় তাল মেলাতে গিয়ে পিছিয়ে পড়ছে ভারত।

অবশ্যই পড়ুন: KKR থেকে বাদ পড়া প্রায় নিশ্চিত এই তারকাদের! তালিকায় বড় বড় নাম

উল্লেখ্য, আর্মেনিয়ায় নিযুক্ত ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত অচল মালহোত্রা স্পষ্ট জানিয়েছেন, ‘পাসপোর্টের মান নির্ভর করে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক ভাবমূর্তির উপর।’ তাঁর কথায়, ‘1970 এর দশকে ভারতীয়রা পশ্চিমা ও ইউরোপের দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ বেশি পেতেন। তবে 1980 এর দশকে খালিস্তান আন্দোলন ও তার পরবর্তী রাজনৈতিক উত্থান ভারতের ভাবমূর্তি আন্তর্জাতিক স্তরে দুর্বল করেছে।’ মালহোত্রা আরও বলেন, ‘বিশ্বের বহু দেশ অভিবাসীদের নিয়ে যথেষ্ট সতর্ক। এমন অনেক দেশ রয়েছে যারা ভারতীয় নাগরিকদের নিয়েও সতর্ক। ভারতীয় পাসপোর্টের দুর্বল হয়ে পড়ার নেপথ্যে এটাও একটা বড় কারণ।’

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join