নেপালে ভারতীয় তীর্থযাত্রীদের বাসে ওপর হামলা! চলল দেদার লুটপাট, আহত ৭-৮

Published on:

indian bus attacked in nepal

প্রীতি পোদ্দার, কলকাতা: নেপালে (Nepal) গণবিদ্রোহের আগুন, অশান্তির আঁচ লেগেছে ভারতে। জেন জির বিক্ষোভের জেরে উথাল পাথাল অবস্থা গোটা রাষ্ট্রের। এমতাবস্থায় নেপালে ভারতীয় তীর্থযাত্রীদের ওপর হামলার ঘটনায় নড়ে বসল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ থেকে আগত ভারতীয় তীর্থযাত্রীদের একটি বাসে আচমকা দুর্বৃত্তরা হামলা চালায়। আর এই হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজনের জিনিসপত্রও লুট হয়ে যায়।

ভারতের বাসে হামলা নেপালের

রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালে নেপালের রাজধানী কাঠমান্ডুর কাছে পশুপতিনাথ মন্দির পরিদর্শন করে ফিরছিলেন তীর্থযাত্রীরা। তাঁরা সকলেই অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। কিন্তু সেই সময় হঠাৎ করেই বাস দাঁড় করিয়ে ভিতরে থাকা তীর্থযাত্রীদের উপর বিক্ষোভকারীরা হামলা চালায়, অনেকেই আহত হয়েছেন। শুধু তাই নয় তাদের মারধর করার পাশাপাশি জিনিসপত্র লুট করে নেয় বিক্ষোভকারীরা। পুলিশের তরফে জানানো হয়েছে হামলাকারীরা বাসে পাথর ছুঁড়ে, জানালা ভেঙেই যাত্রীদের ব্যাগ, নগদ টাকা এবং মোবাইল ফোন লুট করেছে।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কড়া নজর প্রশাসনের

বাসের উপর বিক্ষোভকারীদের এই হামলা নিয়ে বাস চালক তথা অন্ধ্রপ্রদেশের বাসিন্দা রাজ বলেন যে, “আমি যখন বাস নিয়ে ভারতের সীমান্তে ফিরে যাচ্ছিলেন, ঠিক সেই সময় সেখানকার বিক্ষোভকারীরা আমাদের উপর হামলা চালায়। রীতিমত পাথর ছুঁড়ে বাসের সমস্ত জানালা ভেঙে ফেলে এবং আমাদের লাগেজ লুট করে। প্রায় ৭-৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ আপডেট অনুযায়ী বাসটির একটি বেনারস নম্বর ছিল, তাই এখন বাসটিকে বারাণসীতে পাঠানো হয়েছে। এবং তীর্থযাত্রীদের বিমানের ব্যবস্থা করে দিল্লিতে নিয়ে আসা হচ্ছে। এদিকে ভারতীয়দের উপর হামলা হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: ভর সন্ধেয় আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি! আনন্দপুরের গুলশন কলোনিতে হাড়হিম করা ঘটনা

নেপালের এই ভয়াবহতার হাত থেকে দেশকে রক্ষা করতে , ভারতীয় কর্তৃপক্ষ উত্তর প্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ও সতর্কতা বৃদ্ধি করেছে। সীমান্ত পেরিয়ে যেকোনো অপ্রীতিকর ঘটনা যাতে তিনটি রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে প্রভাব ফেলতে না পারে তার জন্য উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এমনকি সীমান্তের উভয় পাশের কর্মকর্তাদের নাগরিকত্ব কার্ড যাচাইয়ের পর শুধুমাত্র ভারতে আটকে পড়া নেপালি নাগরিকদের সীমান্ত অতিক্রম করার অনুমতি দেওয়া হচ্ছে। অন্যদিকে নেপালে অশান্তি শুরু হতেই বিদেশ মন্ত্রক বুধবার অ্যাডভাইজারি জারি করেছিল। তাতে বলা হয়েছিল নেপালে বর্তমানে বসবাসরত ভারতীয় নাগরিকদের যে এলাকায় রয়েছেন সেখান থেকে না যেন তাঁরা না বেড়ান। এছাড়াও রাস্তায় বের হওয়া এড়িয়ে চলতে এবং যথাযথ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সঙ্গে থাকুন ➥