ঘুরতে যাওয়া হোক আর বাড়ি ফেরা, মিলবে কনফার্ম টিকিট! প্রায় ৬০০০ নয়া ট্রেন চালানোর ঘোষণা রেলের

Published on:

special train

প্রীতি পোদ্দার: দেখতে দেখতে সেপ্টেম্বর প্রায় শেষের পথে। আর অক্টোবর মাস মানেই পুজোর মাস। প্রতি বছরই উৎসবের মরসুম আসলেই ঘুরতে যাওয়ার হিড়িক জাগে সকলের। কারণ কাজের চাপ অন্যান্য সময়ের তুলনায় সেই সময় বেশ কম থাকে। তাই সেক্ষেত্রে দূরপাল্লার ট্রেনগুলির উপর যাত্রীদের চাপ অনেক বেড়ে যায়। অনলাইন ট্রেনের টিকিটেও বেশ চাপ পরে। তাইতো সেই চাপ সামলানোর জন্য প্রতি বারই বাড়তি ট্রেন চালানোর উদ্যোগ নিয়ে থাকে ভারতীয় রেল (Indian Railways)। এ বারও সেই পথেই হাঁটছে চলেছে এই সংস্থা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে রেল সংস্থা সূত্রে জানা যাচ্ছে গত বছরের তুলনায় এ বছর অনেক বেশি ট্রেন ছাড়া হবে যাত্রীদের জন্য। প্রায় দেড় হাজার এরও বেশি বিশেষ ট্রেন চালানো হতে পারে। আসলে এই পুজোর সময় অনেক ভিন রাজ্যের মানুষ উৎসবের ছুটিতে বাড়িতে ফেরেন কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে। তাই সেই আনন্দে যাতে ভাটা না পরে এবং যাত্রী সাচ্ছন্দ্য বজায় থাকে, তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গত বছরের তুলনায় চলতি বছর অতিরিক্ত ট্রেন

পুজোর মরশুমে একের পর এক উৎসব লেগেই রয়েছে। দুর্গাপুজো, দিওয়ালি এবং ছট। তাই সেই সকল ধামাকেদার উৎসবের কথা মাথায় রেখেই এবার বাড়তি ট্রেন ছাড়ার কথা ঘোষণা করা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। গত বছর উৎসবের মরসুমে বিশেষ ট্রেনের সংখ্যা ছিল ৪৪২৯টি। তবে চলতি বছর এ বার ৫৯৭৫টি ট্রেন চালানোর কথা ভাবা হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কী বলছেন অশ্বিনী বৈষ্ণব?

এই প্রসঙ্গে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের জানিয়েছেন, পুজোর ছুটিতে সকলে যাতে নিজের পরিবারের সঙ্গে একসঙ্গে মজা করতে পারে তার জন্য ভারতীয় রেল কয়েকটি বিশেষ ট্রেন চালানো ছাড়াও আরও ১০৮টি ট্রেনে অতিরিক্ত অসংরক্ষিত কামরা জুড়ে দেওয়ার ভাবনা চিন্তা করা হচ্ছে। যাতে পুজোতে রেল পরিষেবায় কোনো ব্যাঘাত না ঘটে। এছাড়াও আশা করা যাচ্ছে ভারতীয় রেলের এই নয়া উদ্যোগে প্রায় এক কোটি বেশি যাত্রীর ট্রেন পরিষেবার সুবিধা পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group