সহেলি মিত্র, কলকাতাঃ উৎসবের আবহে চরম পদক্ষেপ নিল ভারতীয় রেল (Indian Railways)। আপনারও যদি স্বভাব থেকে থাকে আপনজনকে ট্রেনে তুলে দিয়ে বাড়ি ফিরে আসার, তাহলে রইল খারাপ খবর। একে তো উৎসবের সময় চলছে। সামনেই রয়েছে দীপাবলি থেকে শুরু করে ছট পুজো। স্বাভাবিকভাবেই ট্রেন এবং রেলওয়ে স্টেশনগুলিতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে। এহেন পরিস্থিতিতে দেশের প্রধান রেলওয়ে স্টেশনগুলিতে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি কয়েক দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র কনফার্ম টিকিটধারী যাত্রীদের প্ল্যাটফর্মে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
প্ল্যাটফর্ম টিকিট দেওয়া বন্ধ করল রেল
জানা গিয়েছে, ১৫ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত নতুন দিল্লি, পুরাতন দিল্লি, হযরত নিজামুদ্দিন, আনন্দ বিহার টার্মিনাল এবং গাজিয়াবাদ রেলওয়ে স্টেশনগুলিতে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি করা হবে না। টিকিট কাউন্টারগুলিতে, মোবাইল অ্যাপস এবং স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিনের (ATVM) মাধ্যমে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি সাসপেন্ড করা হয়েছে। মূলত অতিরিক্ত ভিড় এবং কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কী জানাচ্ছে রেল?
এই বিষয়ে বড় তথ্য দিয়েছেন রেল কর্তারা। তাঁরা বলছেন যে যাত্রীদের আত্মীয়স্বজনরাও ট্রেনে উঠতে সাহায্য করার জন্য প্ল্যাটফর্ম টিকিট নিয়ে আসেন। এতে প্ল্যাটফর্মে ভিড় বেড়ে যায়। উৎসবের সময় যাত্রীর সংখ্যা আরও বেড়ে যায়। এই পরিস্থিতিতে অন্যদের প্ল্যাটফর্মে প্রবেশ রোধ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করবে। যদিও বয়স্ক, মহিলা এবং অশিক্ষিত যাত্রীদের অসুবিধা এড়াতে এই বিধিনিষেধ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
Indian Railways suspends Platform Ticket sales at 15 stations, including Delhi and Mumbai.
The move is aimed at ensuring smooth passenger movement during Diwali and Chhath Puja.
The suspension will continue until October 28, 2025.#IndianRailways #PlatformTicket #Delhi #Mumbai… pic.twitter.com/lzP4oKrhqd
— The Tatva (@thetatvaindia) October 16, 2025
দিল্লির বেশ কিছু প্রধান স্টেশন যেমন নতুন দিল্লি, পুরাতন দিল্লি, হযরত নিজামুদ্দিন, আনন্দ বিহার টার্মিনাল এবং গাজিয়াবাদ স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট ব্যান করা হয়েছে। এছাড়া আজ ১৬ অক্টোবর, ২০২৫ থেকে মুম্বাই শহরের সিএসএমটি, দাদর, এলটিটি (লোকমান্য তিলক টার্মিনাস), থানে, কল্যাণ এবং পানভেলের মতো ব্যস্ত স্টেশনগুলিতে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি নিষিদ্ধ করা হবে। রেলওয়ে যাত্রীদের তাদের ভ্রমণের পরিকল্পনা আগে থেকেই করার এবং স্টেশন প্রাঙ্গণে অপ্রয়োজনীয় ভিড় এড়াতে অনুরোধ করেছে।