নতুন নিয়ম, ওয়েটিং লিস্টে টিকিটের সংখ্যা বেঁধে দিল রেল

Published:

waiting list
Follow

সহেলি মিত্র, কলকাতা: আপনিও যদি ট্রেনে ভ্রমণ করে থাকেন এবং প্রায়শই ওয়েটিং টিকিট (Waiting List Ticket) নিয়ে বিরক্ত হয়ে থাকেন, তাহলে আজকের খবরটি রইল আপনার জন্য। বর্তমান সময়ে অধিকাংশ মানুষ ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করে থাকেন। কারণ ট্রেনে ভ্রমণ একদিকে যেমন সস্তার ঠিক তেমনই আরামদায়ক। কিন্তু প্রায়শই দেখা যায় ট্রেনের টিকিট মিলছে না। লম্বা ওয়েটিং লিস্ট। অতিরিক্ত টাকা দিয়েও মেলে না সিট। তবে আর চিন্তা নেই, কারণ এবার রেলের তরফে এমন এক নিয়ম আনা হয়েছে যার দরুণ আর লম্বা হবে না ওয়েটিং লিস্ট। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

ওয়েটিং টিকিট নিয়ে বড় পদক্ষেপ রেলের

কতগুলি ওয়েটিং টিকিট নিশ্চিত হবে তা অনুমান করা কঠিন। তবুও যাত্রীরা তাদের নিজস্ব ধারণা দিয়ে টিকিট বুক করেন এই আশায় যে এটি নিশ্চিত হবে। আবার কিছু ওয়েবসাইটও আছে যা দেখায় আপনার টিকিট কনফার্ম হবে কিনা। তবে তা অনেকক্ষেত্রেই ভুল প্রমাণিত হয়। উৎসবের মরশুমে ট্রেনের টিকিটের চাহিদা বেড়ে যায়, যার কারণে কখনও কখনও অপেক্ষমাণ তালিকা ৫০০-তেও পৌঁছায়। যাইহোক, তবে এবার এই বিষয়ে একটি নির্দিষ্ট সংখ্যা বেঁধে দিল রেল। তার বেশি ওয়েটিং লিস্টে থাকা টিকিট কাটা যাবে না।

আগামী ১ জুলাই থেকে নতুন নিয়ম লাগু করবে রেল। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ট্রেনের যে কোন শ্রেণির অর্থাৎ স্লিপার বা এসি কামরায় আসন সংখ্যার ২৫ শতাংশ টিকিট অপেক্ষমাণ তালিকায় কাটা যাবে। অর্থাৎ, কোনও শ্রেণিতে যত আসন রয়েছে, তার ২৫ শতাংশ টিকিট ‘ওয়েটিং লিস্টে’ কাটতে পারবেন যাত্রীরা। তৎকাল টিকিটের ক্ষেত্রেও একই নিয়ম চালু হচ্ছে। আগামী ১ জুলাই থেকেই নতুন নিয়ম কার্যকর করতে চলেছে রেল।

আরও পড়ুনঃ শত্রু হলেও পাকিস্তান, চিন, তুর্কি থেকে অনেক আমদানি করে ভারত! তালিকায় কী কী?

জুলাই থেকে নয়া নিয়ম রেলের

অপেক্ষমাণ তালিকার টিকিট দুটি উপায়ে নিশ্চিত করা হয়, প্রথমত, স্বাভাবিক বাতিলকরণের ভিত্তিতে এবং দ্বিতীয়ত, রেলওয়ের জরুরি কোটার মাধ্যমে। একটি রিপোর্ট অনুসারে, গড়ে ২১% ট্রেন যাত্রী তাদের টিকিট বুক করার পরে বাতিল করেন। এর অর্থ হল অপেক্ষমাণ তালিকার টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা প্রায় ২১%। যাইহোক, এবার ২৫% এর বেশি টিকিট কাটা যাবে না। মূলত দালাল চক্রকে সমূলে ধ্বংস করতে এই সিদ্ধান্ত।রেলের বক্তব্য, অনেকে এজেন্ট যাত্রীদের থেকে মোটা টাকার বিনিময়ে ‘ওয়েটিং লিস্টে’ টিকিট কেটে দেন। অনেক ক্ষেত্রে দেখা যায়, টিকিট কনফার্মড হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেও চলে। সেই চক্রের মোকাবিলা করতেই ‘ওয়েটিং লিস্ট’ সীমিত করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join