প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: লম্বা দূরত্ব হোক বা কম দূরত্ব, প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী ট্রেনে ভ্রমণ করে থাকেন। তাইতো তাঁদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ নেয় ভারতীয় রেল (Indian Railways)। আর সেই কারণে এবার থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিশ্বের বৃহত্তম পরিবহণ সংস্থা ভারতীয় রেল এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে ট্রেন চালকদের উপর আর কোনও অতিরিক্ত কাজের চাপ থাকবে না। লোকো পাইলট ও সহকারী লোকো পাইলট এবার শুধুমাত্র ট্রেন চালানোতেই মন দিতে পারবে।
বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের
সম্প্রতি ভারতীয় রেল মন্ত্রক সমস্ত জোনে একটি নতুন সার্কুলার জারি করেছে। আর সেই সার্কুলার স্পষ্ট জানানো হয়েছে যে এখন থেকে ALP-তে শুধুমাত্র সেই স্টেশনগুলির সময় লিখতে হবে যেখানে ট্রেন থামার কথা আছে। যে সব মধ্যবর্তী স্টেশনে ট্রেন থামে না বা থামার কথা নয় সেখানে সময় লেখার কোনো দরকার নেই।তবে এই নিয়মটা আগে ছিল না। এতদিন পর্যন্ত, ALP-কে প্রতিটি স্টেশনের সময় তার ‘ক্রু ডায়েরি’ বা ‘লগ বই’-এ লিখতে হত। যার দরুন বেশ সমস্যায় পড়তে হত লোকো পাইলট এবং তার সাথে থাকা সহকারী লোকো পাইলটকে।
অতিরিক্ত কাজের চাপ কমালো রেল
ভারতীয় রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে এখন থেকে ট্রেন চালু হওয়ার আগে নতুন নির্দেশিকা অনুসারে ALP তে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন ইঞ্জিন নম্বর, ট্রেন নম্বর, চালকের নাম এবং গতি সম্পর্কিত তথ্য লিখে নিতে হবে। বাকি বিস্তারিত যেকোনো তথ্য লেখার কোনো প্রয়োজন নেই। যার দরুন চালকদের উপর আর কোনও অতিরিক্ত কাজের চাপ থাকবে না। মনোযোগ দিয়ে সুবিধামত যাত্রীদের সুবিধার কথা ভেবে ট্রেন চালাতে পারবে। শুধু তাই নয়, রেলপথ মন্ত্রক আরও স্পষ্ট করে জানিয়েছে যে লোকো পাইলটকে আর ট্রেনের শক্তি খরচ নিয়েও কোনো রেকর্ড করার ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকবে না, যেটি কিনা আগে সিএমএস বা ক্রু ম্যানেজমেন্ট সিস্টেমে রেকর্ড করতে হত।
আরও পড়ুন: চালু নয়া স্কিম, এপ্রিল থেকেই বিশেষ ভাতা! চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য বিরাট ঘোষণা নবান্নর
ভারতীয় রেলের এই নয়া সিদ্ধান্তে রীতিমত খুশিতে আত্মহারা অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন। এই প্রসঙ্গে এই অ্যাসোসিয়েশনের সভাপতি আর. কুমারেসন রেলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং এর পাশাপাশি আরও কয়েকটি দাবি লোকো রানিং স্টাফদের তরফে কেন্দ্রের উদ্দেশে পাঠিয়েছে। তিনি দাবি করেছেন, সাপ্তাহিক ছুটি এবং টানা দু রাতের ডিউটি সংক্রান্ত সমস্যাগুলিও এবার দ্রুত সমাধান করা উচিত। অন্যদিকে রেলের এই পরিবর্তনের ফলে যাত্রীরাও সরাসরি উপকৃত হয়েছেন।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।