ট্রেনের টিকিট বাতিল করলে মিলবে পুরো টাকা রিফান্ড! বড় সিদ্ধান্ত IRCTC-র

Published:

Bharat Gaurav Train
Follow

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: বিশ্বের যোগাযোগ ব্যবস্থার চতুর্থ স্থানে রয়েছে ভারতীয় রেল (Indian Railways)। স্বল্প দূরত্ব হোক বা বেশি, পরিবহন মাধ্যম হিসেবে সকলের প্রথম পছন্দ হল রেল পরিষেবা। সেই কারণে প্রতিদিন ট্রেনে যাতায়াত করে প্রায় লক্ষাধিক যাত্রী। লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেনগুলিতেও ভিড় লেগেই থাকে। সেক্ষেত্রে অনেক যাত্রী যেমন কনফার্ম টিকিটও পান না। ঠিক তেমনই আবার অনেকেরই শেষ মুহূর্তে বা যাত্রার দু-একদিন আগে টিকিট বাতিল হয়ে যায়। তখন টিকিটের টাকা রিফান্ড পাওয়া যায় বটে তবে সম্পূর্ণ নয়।

টিকিট বাতিল হলে মিলবে পুরো টাকা!

শুধু কি তাই, ট্রেনের টিকিট বাতিল হলে সেই টাকা এমনকি ওই টিকিটের ক্যানসেলেশন চার্জ কেটে নেওয়া হয়। তবে একটা ক্ষেত্রে এবার টিকিট ক্যানসেল হলে, পুরো টাকাটাই ফেরত পাওয়া যাবে, এমনই এক সুবিধা নিয়ে এসেছে IRCTC। জানা গিয়েছে, আইআরসিটিসি-র অধীনে যদি কোনো যাত্রী ভারত গৌরব যাত্রার ট্যুর প্যাকেজ বুক করে থাকে, কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের আবহে সেই প্যাকেজের টিকিট বাতিল করতে চায় তাহলে সেই টাকা সংস্থার তরফ থেকে সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। এমনই তথ্য প্রকাশ্যে আনল ভারতীয় রেল।

বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের

ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, ভারত গৌরব যাত্রা হল ভারতীয় রেলের একটি বিশেষ ট্যুর প্যাকেজ। এর অধীনে, পর্যটকদের বিভিন্ন রাজ্যের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণের জন্য এক বিশেষ অফার দেওয়া হয়। আর এই প্যাকেজের মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর যাত্রার সুযোগ। যাত্রীরা তাদের সুবিধামতো প্যাকেজ বুকিং করে ভ্রমণ উপভোগ করে। এই প্যাকেজের একটি বড় সুবিধা হল এখানে কেবল ট্রেনের টিকিট বুক করতে হয় যাত্রীদের। তারপরে ভ্রমণ, থাকা, খাওয়া, স্থানীয় পরিবহন ইত্যাদির জন্য IRCTC সব খরচ বহন করে।

আরও পড়ুন: ৩ দিন বন্ধ জাতীয় সড়ক, ঘুরপথে যাত্রায় বেড়েছে খরচও, উত্তরবঙ্গে নাজেহাল পর্যটকেরা

কিন্তু গত মাসে কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলা এবং ভারত পাক সীমান্তে অশান্তির আবহ থাকায় অনেকেই কাশ্মীর ট্যুর বুক করে বাতিল করে দিতে চাইছে। তাই যাত্রীদের কথা ভেবে এবার IRCTC এই ভারত গৌরব যাত্রা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে যারা এই প্যাকেজগুলির অধীনে বুকিং করেছেন কিন্তু ভ্রমণ করতে চান না, তাদের জন্য দুটি বিকল্প অফার দিয়েছে। যার মধ্যে একটি হল সম্পূর্ণ টাকা ফেরত এবং দ্বিতীয়টি হল বুকিং বাতিল করে অন্য কোনও ট্যুর প্যাকেজ বুক করা। ইতিমধ্যেই গ্রাহকদের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করা হচ্ছে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join