বিক্রম ব্যানার্জী, কলকাতা: গ্রুপ টিকিটে ট্রেনে ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম চালু করেছে ভারতীয় রেলওয়ে (Indian Railways)। সম্প্রতি ভারতীয় রেলের DRM নিজের এক্স হ্যান্ডেলে গ্রুপ টিকিটের ক্ষেত্রে একটি নতুন নিয়ম সম্পর্কে লিখেছেন।
আর সেই সূত্র ধরেই, গ্রীষ্মকালীন ছুটিতে কোথাও ভ্রমণ করা হোক কিংবা অন্য প্রয়োজনে দূরের গন্তব্যে পাড়ি দেওয়া, দলবদ্ধভাবে ভ্রমণের ক্ষেত্রে গ্রুপ টিকিটের সকল যাত্রীর কাছে একটি লেটার থাকা বাধ্যতামূলক। কোন লেটার? রইল বিস্তারিত।
ভারতীয় রেলের নতুন নিয়ম
এমন অনেকেই রয়েছেন যাঁরা প্রায় নিয়মিত গ্রুপ করে নানান জায়গায় ঘুরতে যান। সে ক্ষেত্রে গন্তব্যে পৌঁছানোর অন্যতম মাধ্যম হয়ে থাকে ট্রেন। ভারতীয় রেল জানাচ্ছে দলবদ্ধভাবে ভ্রমণ করার ক্ষেত্রে এক PNR-এ সর্বোচ্চ 6 জন যাত্রী একটি গ্রুপ টিকিট পেতে পারেন। জানা যাচ্ছে, এবার সেই গ্রুপ টিকিটের ক্ষেত্রেই কঠোর হল রেল।
ভারতীয় রেলের নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে স্টেশন ও ট্রেনে ভ্রমণকালীন সময়ে গ্রুপ টিকিটের প্রত্যেক যাত্রীকে তাঁদের পরিচয় পত্র সঙ্গে রাখতে হবে। হ্যাঁ, দলবদ্ধভাবে ভ্রমণের ক্ষেত্রে এবার থেকে আর যেকোনও একজনের পরিচয় পত্র বা ডকুমেন্টস দেখালে চলবেনা না। রেল জানাচ্ছে, এখন থেকে গ্রুপ টিকিটের 6 জনকেই তাঁদের পরিচয় পত্র দেখাতে হবে রেলের টিকিট চেকারের কাছে।
পুরনো নিয়ম
আগে ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট PNR-এ সর্বোচ্চ 6 জন যাত্রী গ্রুপ টিকিট বুক করতে পারতেন। এর ফলে ভ্রমণের সময় টিকিট চেকিংয়ের ক্ষেত্রে যেকোনও একজন যাত্রীর পরিচয়পত্র চাওয়া হতো। তবে এবার থেকে আর তেমনটা হচ্ছে না, ভারতীয় রেলের নতুন নিয়ম বলছে, এবার থেকে প্রত্যেক যাত্রীকে তাঁদের পরিচয় পত্র দেখাতেই হবে। প্ল্যাটফর্ম হোক কিংবা ট্রেন, যেকোনও মুহূর্তে রেলের টিকিট চেকার ও অন্যান্য উচ্চপদস্থ কর্মীরা যাত্রীদের পরিচয় পত্র চাইতে পারেন। তাই এখন থেকে প্রত্যেকের কাছে সচিত্র পরিচয় পত্র থাকা বাধ্যতামূলক।
অবশ্যই পড়ুন: পাকিস্তানের রঙ চটিয়েছে ব্রহ্মস! এবার ভারতের এই ব্রহ্মাস্ত্র কিনতে ১৭ দেশের মধ্যে বাঁধল কাড়াকাড়ি
X হ্যান্ডেলে রেলের নতুন নিয়ম জানিয়েছেন DRM
সম্প্রতি ভারতীয় রেলের এক DRM কমল কিশোর সিনহা তাঁর X হ্যান্ডেলে গ্রুপ টিকিটের ক্ষেত্রে যাত্রীদের পরিচয় পত্র বাধ্যতামূলক সম্পর্কিত নিয়ম নিয়ে পোস্ট শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সিনহা জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে টিকিট চেকিং ব্যবস্থাটি আরও শক্তিশালী করা হল। এবার থেকে গ্রুপ টিকিটে ভ্রমণকারী প্রত্যেক যাত্রীকে তাদের পরিচয় পত্র সঙ্গে রাখতে হবে। যদিও টিকিট বুকিংয়ের সময় পরিচয় পত্রের কোনও প্রয়োজন নেই।