শীত হোক আর গরম, হবে না কোনও সমস্যা! বন্দে ভারতে বসছে বিশেষ পর্দা

Published on:

শ্বেতা মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য রইল এক দারুণ সুখবর। আসলে এবার যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেলের তরফে এমন এক ব্যবস্থা করা হয়েছে যারপরে সকলে রেলের ধন্য ধন্য করছেন। এমনিতেই রেলওয়ে আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত করার জন্য নিরন্তর কাজ করে চলেছে। এরই প্রেক্ষিতে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে এবার এয়ার কার্টেন বসানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এটি সকলের ভ্রমণকে আরও আরামদায়ক করবে এবং ট্রেনের সৌন্দর্যও বাড়িয়ে তুলবে বলে মনে কড়া হচ্ছে। এখন নিশ্চয়ই ভাবছেন যে কোন রুটে এই বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন যাত্রীরা? তাহলে চটপট পড়ে ফেলুন আজকের এই লেখাটি।

আমাদের সাথে যুক্ত হন Join Now

বন্দে ভারতে এবার বিশেষ সুবিধা

নয়াদিল্লি-খাজুরাহো রুটে এয়ার কার্টেন বসানোর উদ্যোগ নিয়েছে উত্তর রেল। জম্মু-শ্রীনগর সেকশন সহ দেশের অন্যান্য বড় ট্রেনগুলিতে এগুলি বসানোর পরিকল্পনা রয়েছে। এটি বিশ্বমানের ভ্রমণের মানের প্রতি জাতীয় ট্রান্সপোর্টারের প্রতিশ্রুতিকে নিঃসন্দেহে আরও জোরাল করবে।

বড় উদ্যোগ রেলের

বর্তমানে ভারতীয় রেল দেশের অন্যান্য অংশ থেকে কাশ্মীরে ট্রেন চালানোর জন্য কাজ করছে। চ্যালেঞ্জটি হ’ল উপত্যকার অত্যন্ত ঠান্ডা পরিস্থিতিতে শীতাতপ নিয়ন্ত্রিত কোচগুলি ভ্রমণের জন্য উপযুক্ত হবে না। তাই জম্মু-শ্রীনগর সেকশনে গরম কামরা দিয়ে রেলপথ চালানো হবে যা উপত্যকাতেও কার্যকর প্রমাণিত হবে। উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবর্ষে রেলের জন্য ২.৫২ লক্ষ কোটি টাকা বাজেট বরাদ্দ অনুমোদন করেছে সরকার। যা ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দকৃত অর্থের প্রায় সমান।

Whatsapp Broadcast Join Now

বার্ষিক ৪ হাজার কিলোমিটার রেল নেটওয়ার্ক তৈরী হচ্ছে

ভারতীয় রেল বছরে প্রায় ৪,০০০ কিলোমিটার যোগ করে নেটওয়ার্ক সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতি করছে। গত ১০ বছরে ভারতীয় রেল ৩১,১৮০ কিলোমিটার নতুন ট্র্যাক বসিয়েছে। এই বিষয়ে বড় তথ্য দিয়েছেন ইন্ডিয়ান রেলওয়ে সিগন্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেলিকমিউনিকেশন ইনস্টিটিউটের প্রাক্তন ডিরেক্টর জেনারেল শৈলেন্দ্র কুমার গোয়েল।

আরও পড়ুনঃ ৫ দশক পর কলকাতায় এক বগির ট্রাম, এই রুটে ফের ছুটবে মহানগরীর ঐতিহ্য

Whatsapp Group Join Now

তিনি বলেন, ‘২০২৫-২৬ অর্থবর্ষে সিগন্যালিং ও টেলিকমিউনিকেশন কাজের জন্য মোট বাজেট বরাদ্দ ৬,৮০০ কোটি টাকা। আগামী পাঁচ বছরে ৪৪,০০০ আরকেএম-এ কবচ সুবিধা দেওয়ার জন্য ভারতীয় রেলের পরিকল্পনা বিবেচনা করে, এই পরিমাণ অপ্রতুল।’

সঙ্গে থাকুন ➥
X