আরও কম সময়ে হাওড়া-শিয়ালদা থেকে দিল্লি! বিরাট উদ্যোগ রেলের

Published:

Howrah-Sealdah to New Delhi Train Time Will be shortened says Indian Railways
Follow

সহেলি মিত্র, কলকাতা: রেল যাত্রীদের জন্য রইল দারুণ এক সুখবর। এবার রেলের তরফে এমন উদ্যোগ নেওয়া হতে চলেছে যার জেরে শিয়ালদা হোক বা হাওড়া থেকে দিল্লী যাওয়া হবে আরও সহজ। দিল্লি থেকে হাওড়া/শিয়ালদহ রুট (Howrah-Sealdah to New Delhi)- দেশের ব্যস্ততম রেলওয়ে করিডোরগুলির মধ্যে অন্যতম একটি। বহু যাত্রী রয়েছেন যারা বিমানে ভ্রমণের বদলে ট্রেনে করে যেতে পছন্দ করেন। এবার সেইসকল যাত্রীদের জন্যই বড় পদক্ষেপ নিতে চলেছে রেল।

ভ্রমণের সময় কমানোর ভাবনা রেলের

রেল সূত্রে খবর, নয়াদিল্লি এবং হাওড়া/শিয়ালদহের মধ্যে ভ্রমণের সময় কমানোর পরিকল্পনা করছে। এই ভ্রমণের সময় যাতে শীঘ্রই কমানো যায় তার জন্য নিরলসভাবে কাজ করছে রেল। যেমন বিহারের সাসারাম এবং ঔরঙ্গাবাদের মধ্যে স্বয়ংক্রিয় সিগন্যালিং -এর কাজ অতি সম্প্রতি শেষ হয়েছে। আর এই কাজকে ট্রেন চলাচল বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে রেল। ৪৩ কোটি টাকা আনুমানিক ব্যয়ে হওয়া এই আপগ্রেডেশন একাধিক সুবিধা প্রদান করবে। এই কাজের দরুণ ব্যস্ত নয়াদিল্লি-হাওড়া/শিয়ালদহ রুটে ট্রেনের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি এবং ভ্রমণের সময় হ্রাস অনেকটাই হবে বলে মনে করা হচ্ছে।

হাই-স্পিড ট্রায়াল রান

সবথেকে বড় কথা, চলতি বছরের এপ্রিল মাসে একটি বিশেষ ট্রেনের মাধ্যমে উচ্চ-গতির পরীক্ষামূলক যাত্রা পরিচালনা করে। আপ এবং ডাউন উভয় লাইনেই সর্বোচ্চ গতি ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় চালানো হয় ট্রেনটি। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন এবং প্রধানখুঁটা জংশনের মধ্যে স্পিড ট্রায়াল রানটি হয়েছিল। ধানবাদে অবস্থিত, প্রধানখুঁটা জংশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন যা যাত্রী এবং মালবাহী উভয় পরিবহনকেই সহজতর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উল্লেখ্য, বর্তমানে ১,৪৪৯ কিলোমিটার দীর্ঘ নয়াদিল্লি থেকে হাওড়া/শিয়ালদহ রুটে রাজধানী এক্সপ্রেস এবং দুরন্ত সহ বেশ কয়েকটি ট্রেন চলাচল করে। রাজধানী এবং দুরন্ত ১৮ ঘন্টারও কম সময়ে যাত্রা সম্পন্ন করলেও, বেশিরভাগ অন্যান্য ট্রেন একই দূরত্ব অতিক্রম করতে ২৩ ঘন্টারও বেশি সময় নিয়ে নেয়। তবে আগামী দিনের রেলের একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জেরে এই ভ্রমণের সময় অনেকটাই কমবে বলে আশাবাদী রেল থেকে শুরু করে সাধারণ যাত্রীরা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join