জেনারেল টিকিট কেটে আর উঠতে পারবেন না যেকোনো ট্রেনে! নতুন নিয়ম আনছে রেল

Published on:

Indian Railways New Rules on General Ticket

সৌভিক মুখার্জী, কলকাতা: সাধারণ মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম রেল। ভারতীয় রেলে প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করেন। অনেকেই সংরক্ষিত কামরায় যাতায়াত করেন, আবার অনেকেই অসংরক্ষিত কামরায় সাধারণ টিকিট কেটে যাতায়াত করেন। যারা সংরক্ষিত কামরায় ভ্রমণ করেন তাদের আগে থেকে টিকিট বুক করতে হয়। যেমন- থার্ড এসি, সেকেন্ড এসি, স্লিপার, সেকেন্ড সিটিং ইত্যাদি। কিন্তু যারা জেনারেল কামরায় যাত্রা করেন তাদের জন্য এই নিয়ম এতদিন এতটা কড়াকড়ি ছিল না।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বর্তমানে যাত্রীরা রেল স্টেশনে পৌঁছে সাধারণ টিকিট খুব সহজে কাটতে পারেন এবং স্বাভাবিকভাবেই এই টিকিট নিয়ে সংরক্ষিত কামরায়, এমনকি যেকোনো ট্রেনে যাত্রা করা যায়। তবে রেল কর্তৃপক্ষ এবার সাধারণ টিকিট সংক্রান্ত নিয়মে বড়সড় পরিবর্তন আনছে, যা কোটি কোটি যাত্রীর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন নিয়মে কী কী পরিবর্তন আসছে এবং এর ফলে যাত্রীদের উপর কী প্রভাব পড়বে তা জেনে নিন এই প্রতিবেদনে।

নতুন নিয়মে কী কী পরিবর্তন আসতে পারে?

সম্প্রতি নয়াদিল্লি রেল স্টেশনে অতিরিক্ত ভিড়ের কারণে হুড়াহুড়িতে ১৮ জনের মৃত্যু ঘটেছে। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা রেল কর্তৃপক্ষকে সাধারণ টিকিট যাত্রীদের জন্য নতুন নিয়ম আনতে বাধ্য করেছে। নতুন নিয়ম অনুযায়ী যে পরিবর্তনগুলি আসতে পারে সেগুলি হল- 

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

১) টিকিটে ট্রেনের নাম যুক্ত করা হতে পারে- এখনও পর্যন্ত জেনারেল টিকিট নিয়ে যেকোন ট্রেনে ভ্রমণ করা যায়। কিন্তু নতুন নিয়ম চালু হলে প্রত্যেকটি সাধারণ টিকিটে নির্দিষ্ট ট্রেনের নাম উল্লেখ করে দেওয়া হতে পারে। এর ফলে সেই নির্দিষ্ট ট্রেন ছাড়া অন্য কোন ট্রেনে যাত্রীরা উঠতে পারবে না। 

২) টিকিট বদলের নিয়ম কঠোর হতে পারে- বর্তমানে যাত্রীরা একটি জেনারেল টিকিট নিয়ে এক মিনিটের মধ্যে অন্য ট্রেনে যাত্রা পরিবর্তন করতে পারেন। কিন্তু নতুন নিয়ম কার্যকর হলে এই সুযোগ হয়তো আর থাকবে না। একবার যদি নির্দিষ্ট ট্রেনের নাম টিকিটে উল্লেখ করে দেওয়া হয় তাহলে সেই ট্রেন ছাড়া অন্য কোন ট্রেনে ওঠা যাবে না। 

জেনারেল টিকিটের বৈধতা কতক্ষণ?

রেলে যাতায়াত করেন কিন্তু অনেকেই হয়তো জানেন না রেলের জেনারেল টিকিট একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বৈধ থাকে। রেল মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী জেনারেল টিকিট সংগ্রহ করার পর তিন ঘন্টার মধ্যে যাত্রা শুরু করতে হয়। যদি তিন ঘন্টার মধ্যে যাত্রা করা না হয় তাহলে টিকিট অকার্যকর হয়ে যাবে। অকার্যকর টিকিট নিয়ে কোন ট্রেনে ভ্রমণ করা যাবে না। যদি ভ্রমণ করা হয় তাহলে টিটি দেখলে ফাইন করবে। 

নতুন নিয়মের ফলে যাত্রীদের উপর কী প্রভাব পড়বে?

ভারতীয় রেল যদি এই নতুন নিয়ম চালু করে তাহলে সাধারণ যাত্রীরা আগে থেকেই পরিকল্পনা করে নির্দিষ্ট ট্রেনের জন্য টিকিট কাটতে পারবেন। এতে যাত্রী সংখ্যাও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। যাত্রীসংখ্যা একসাথে বেশি না হওয়ায় হুড়োহুড়ির ঘটনা এড়ানো যাবে এবং স্বাভাবিকভাবে অযথা স্টেশনে ভিড় কম হবে। তবে বলে রাখা ভালো, অনেক সময় যাত্রীরা এক ট্রেন মিস করলে অন্য ট্রেনে উঠে পড়তেন। কিন্তু নতুন এই নিয়ম চালু হলে ট্রেন মিস করলে সেই টিকিট অকার্যকর হয়ে যাবে।

আরও পড়ুনঃ মেট্রো বন্ধ তো কি! শিয়ালদা থেকে সেক্টর V যাওয়ার সুবন্দোবস্ত করল পরিবহন দফতর

তবে এমনটাও হতে পারে, এই নতুন নিয়ম চালু করা হচ্ছে রেলের টিকিটের চাহিদা বৃদ্ধি করার জন্য। কারণ নির্দিষ্ট ট্রেনের টিকিট না পেলে অনেক যাত্রী তৎকাল বা সংরক্ষিত টিকিট কাটতে বাধ্য হবেন। এতে সংরক্ষিত কামরায় ভ্রমণের চাহিদাও বাড়বে এবং টিকিটের দাম আরও বাড়তে পারে। রেল মন্ত্রণালয় শীঘ্রই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group