ট্রেনে ভ্রমণের সময় যুদ্ধ! আতঙ্কিত না হয়ে কী করতে হবে? নিজেই দেখে নিন

Published on:

Indian Railways

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: গত মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিঁদুর এর মাধ্যমে এক লহমায় ২৫ মিনিটে মোট ৯ টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। এই অভিযানে ভারত নিশানা করেছিল পাক জঙ্গিদের। পাক সামরিক এবং সেনাবাহিনীর ওপর নয়। কিন্তু ভারতের সামরির অভিযানের পর থেকেই ভারতে আঘাত করার চেষ্টা করে চলেছে পাকিস্তান। তাদের নিশানায় ভারতের সাধারণ মানুষ। বুধবারই মৃত্যু হয়েছে অন্তত ১৫ জন গ্রামবাসীর। পাল্টা আঘাত হানে ভারতও।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এদিকে ভারত পাক যুদ্ধের আবহে রীতিমত চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে দেশ জুড়ে। যার প্রভাব পড়েছে ভারতীয় রেল (Indian Railways)। এই সময়ে ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের মনে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। যখন তখন বোমাতঙ্কের ভয় পাচ্ছেন তাঁরা। তার উপর গতকাল রাতে, পাকিস্তান জম্মু এবং পাঠানকোটের আশেপাশে ড্রোন হামলা চালায়। এই সময়ে ট্রেনে ভ্রমণকারী যাত্রীরা খুবই সমস্যায় পড়েন। অনেক যাত্রী বুঝে উঠতে পারছিল না ট্রেন থেকে নেমে যাবে কি না। বা সেটাই কতটা নিরাপদ হবে, তাই নিয়ে নানা ধন্দ চলছিল। আর এই আবহে ভারতীয় রেলপথ যাত্রীদের উদ্দেশে এক সতর্কমূলক বার্তা প্রেরণ করেছেন।

কী জানালেন উত্তর রেলওয়ের কর্মকর্তা?

উত্তর রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা হিমাংশু শেখর এই প্রসঙ্গে জানিয়েছেন যে, “ ভারত পাকিস্তানের এই যুদ্ধ পরিস্থিতিতে সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই ভারতীয় রেলওয়ে সকল দায়িত্বশীল কর্তৃপক্ষ, সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী, স্থানীয় পুলিশ এবং জিআরপি-র সাথে যোগাযোগ করা হচ্ছে। প্রতিটি এলাকায় কোথায় কী ঘটনা ঘটছে তার ছোট-বড় প্রতিটি কার্যকলাপের উপর নজর রাখা হচ্ছে। শুধু তাই নয়, জম্মু, ফিরোজপুর, আম্বালা এবং দিল্লিতে দায়িত্বশীল কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

গুজবে কান না দেওয়ার নির্দেশ

হিমাংশু শেখর আরও জানিয়েছেন যে, “ ভারতীয় রেলওয়ে সকল দায়িত্বশীল অফিসাররা গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন। তাই, সেক্ষেত্রে রেল ভ্রমণের সময় যাত্রীদের কোনো চিন্তা করার কারণ নেই। যদি কোনো সময় মনে হয় এইমুহুর্তে ট্রেন চালানো সঠিক নয়, তখন সঙ্গে সঙ্গে ভারতীয় রেল কড়া পদক্ষেপ নেবে। তারপর বোর্ডের বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।” অন্যদিকে, রেলপথ মন্ত্রকের তথ্য ও প্রচারের নির্বাহী পরিচালক দিলীপ কুমার জানিয়েছেন যে “ এইমুহুর্তে ভারতীয় রেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। ভারতীয় রেলের সঙ্গে যুক্ত প্রতিটি অফিসার দায়িত্ব সহকারে সমস্ত দিক ২৪ ঘণ্টা নজর রাখছে।”

এছাড়াও দিলীপ কুমার সকল যাত্রীদের উদ্দেশে একটি সতর্কবার্তা প্রদান করেছেন। তিনি জানিয়েছেন এই গুরুত্বপূর্ণ সময়ে অনেক অসৎ ব্যক্তি নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে এবং এক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করার জন্য গুজব রটিয়ে বেড়াচ্ছেন। সাধারণ মানুষ যেন সেই সকল গুজবে কান না দেন। দয়া করে সমস্ত খবরের সত্যতা যাচাই করে মতামত প্রেরণ করুন। সতর্ক থাকুন এবং সাবধান হন।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group