এক ছাতার তলায় মিলবে সব, রেল যাত্রীদের মুশকিল আসান করবে IRCTC

Published on:

irctc super app

শ্বেতা মিত্র, কলকাতাঃ আধুনিকতার সঙ্গে দ্রুত গতিতে পা মেলাচ্ছে ভারতীয় রেল (Indian Railways)। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে নেওয়া হচ্ছে একের পর এক পদক্ষেপ। নতুন ট্রেন, উন্নত স্টেশন সহ যাত্রীরা এখন অনেক স্বছন্দের সঙ্গে রেল সফর করতে পারছেন। আগামী দিনে এই সফর হতে চলেছে আরো সহজ। অনলাইন মাধ্যমে বিভিন্ন পরিষেবাকে এক ছাতার তলায় নিয়ে আসার চেষ্টায় রয়েছে ভারতীয় রেল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভারতীয় রেলের সুপার অ্যাপ | IRCTC Super APP |

ভারতীয় রেলওয়ের সুপার অ্যাপ রয়েছে মুক্তি পাওয়ার অপেক্ষায়। কবে থেকে প্লে স্টোরে পাওয়া যাবে এই অ্যাপ? এই প্রশ্ন এখন ভারতীয় রেল প্রেমীদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি প্রকাশিত একটি মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, বছরের অন্তিম প্রান্তে আত্মপ্রকাশ করতে পারে ভারতীয় রেলওয়ের সুপার অ্যাপ। কী থাকতে পারে এই সুপার অ্যাপে? এই অ্যাপকে কেন্দ্র করে মানুষের মধ্যে কেনই-বা এতো উৎসাহ?

কী কী রয়েছে Super App -এ?

ভারতীয় রেল যে একটি বিশেষ অ্যাপ নিয়ে আসতে চলেছে সে ব্যাপারে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজেই আভাস দিয়েছিলেন। ভারতীয় রেল ও আইআরসিটিসি এই সুপার অ্যাপ লঞ্চ করতে চলেছে। অ্যাপটিতে রেল ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য যাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হবে। এর নকশা তৈরি করেছে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস। এটি আপনার ফোনে ডাউনলোড করা যেতে পারে, যা আপনাকে টিকিট বুক করতে, প্ল্যাটফর্ম পাস পেতে, ট্রেনের সময়সূচী এবং খাবার অর্ডার করতে দেয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা পুরো যাত্রা ট্র্যাক করতে পারবেন। রেলের টিকিট বুকিং, পছন্দের খাবার অর্ডার দেওয়া, আনরিজার্ভ টিকিট বুকিং, রিটায়ার রুম বুকিং, প্ল্যাটফর্ম টিকিট সহ রেল সফরের সঙ্গে জড়িত বিভিন্ন জরুরি কাজ এই একটি অ্যাপের মাধ্যমে যাত্রীরা করতে পারবেন। এখন বিভিন্ন কাজের জন্য একাধিক অ্যাপ ব্যবহার করতে হয়। রেল নিজস্ব সুপার অ্যাপ নিয়ে চলে আসার পর একটা ক্লিকের মাধ্যমে দরকারী বহু কাজ খুব সহজে করা যাবে, এমনটাই আশা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group