বিক্রম ব্যানার্জী, কলকাতা: কালকা-শিমলা রেলপথ তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে। আজ থেকে কম করে 120 বছর আগে শুরু হওয়া টয় ট্রেন পরিষেবা (Kalka-Shimla Toy Train) বছরের পর বছর ধরে পর্যটকদের ভ্রমণ তৃষ্ণা মিটিয়ে এসেছে। তবে কালের নিয়মে আজ কালকা-শিমলা রুটের ঐতিহাসিক টয় ট্রেনগুলির অবস্থা একেবারে জরাজীর্ণ।
তবে পর্যটকদের কাছে ওই রেলপথ আজও জনপ্রিয় হওয়ায় একেবারে নতুন করে শতাব্দী প্রাচীন রেল রুটটিকে সাজাতে চাইছে ভারতীয় রেলওয়ে। সেই মতোই এবার নতুন ধাঁচে সেজে উঠবে কালকা এবং শিমলার মধ্যে চলা 6টি ঐতিহাসিক ট্রেন।
নতুনভাবে সেজে উঠবে কালকা-শিমলা রুটের 6টি টয় ট্রেন
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, শতাব্দি প্রাচীন কালকা-শিমলা রেলরুটে প্রতিদিন কমপক্ষে 6টি টয় ট্রেন যাতায়াত করে। তবে সময়ের ভারে ট্রেনগুলির অবস্থা একেবারে বেহাল। আর সেই কারণেই, পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে এবার টয় ট্রেনগুলিকে নতুন করে সাজিয়ে তুলবে ভারতীয় রেল।
বলে রাখি, এই টয় ট্রেনগুলির প্রতিটিতে 7টি করে কোচ রয়েছে। সূত্রের খবর, এবার সেই পুরনো কোচগুলিকে বদলে টয় ট্রেন গুলিতে বসানো হবে একেবারে নতুন কোচ। খোঁজ নিয়ে জানা গেল, শিমলা-কালকা রুটের টয় ট্রেনগুলিতে যে নতুন কোচ বসানো হবে সেগুলি তৈরি হয়েছে কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরিতে।
বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন মারফত খবর, ইতিমধ্যেই নাকি কাপুরথালার রেল ফ্যাক্টরি থেকে মোট 28টি টয় ট্রেন কোচ কালকা রেলওয়ে স্টেশনে পৌঁছেছে। সেখানেই টয় ট্রেনগুলিতে নতুন কোচ প্রতিস্থাপনের কাজ শুরু করবেন রেল কর্মীরা। রেলের একটি সূত্র দাবি করেছে, প্রথম পর্যায়ে টয়ট্রেনগুলির জন্য 30টি কোচ সরবরাহ করার কথা রয়েছে। ওই সূত্র এও দাবি করেছে যে, এই নতুন কোচগুলির প্রত্যেকটি শীততাপ নিয়ন্ত্রিত। ফলত, এবার থেকে যাত্রীদের ট্রেন জার্নি অল্প সময়ের পাশাপাশি অনেক বেশি আরামদায়ক হবে।
বাড়বে ট্রেনের ভাড়া
ভারতীয় রেলের এক কর্মকর্তা দাবি করেছেন, রেলওয়ে সেফটির তরফে ছাড়পত্র পেয়ে গেলেই কালকা-শিমলা রুটের ওই টয় ট্রেনগুলিতে নতুন কোচ বসানোর কাজ শুরু হবে। তবে যাত্রীদের সুবিধার্থে AC কোচগুলির জন্য কি ভাড়া বাড়বে? এমন প্রশ্নের উত্তরে উত্তরে রেলওয়ে আম্বালা বিভাগের ওই সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, প্রতিটি ট্রেনে একটি করে কোচ কমানোর কথা বিবেচনা করা হচ্ছে। এরপরই তিনি বলেন, নতুন কোচ প্রতিস্থাপনের কাজ হয়ে গেলে আগের তুলনায় কিছুটা হলে বাড়তে পারে ভাড়া।
অবশ্যই পড়ুন: G7-এর সদস্য নয়, কিন্তু তাও কেন বারবার ডাক পায় ভারত? জেনে নিন লুকিয়ে থাকা সত্য
উল্লেখ্য, আপাতত যা খবর, এই মুহূর্তে শিমলা-কালকা টয় ট্রেনের জেনারেল কোচের ভাড়া রয়েছে মাত্র 50 টাকা। অন্যদিকে ডিলাক্স কোচের ক্ষেত্রে যাত্রীদের গুনতে হয় 595 টাকা। যদিও সে ক্ষেত্রে ভাড়ার সাথে একেবারে বিনামূল্যে পাওয়া যায় খাবার। এবং সবশেষে ভিস্তাডোম কোচের ক্ষেত্রে ভাড়া বাবদ ধার্য করা হয়েছে 630 টাকা।