Indiahood-nabobarsho

রেল দিচ্ছে ৫ লক্ষ টাকা অবধি জেতার সুযোগ, একটি ঘড়ি ভাগ্য বদলে দিতে পারে আপনার

Published on:

সহেলি মিত্র, কলকাতা: এবার বিরাট চমক দিল ভারতীয় রেল। ভারতীয় রেল দেশের সকল রেলস্টেশনে ডিজিটাল ঘড়ি বসানোর পরিকল্পনা করেছে। সবথেকে বড় কথা, এই ঘড়ি ডিজাইন করার জন্য এক বিশেষ প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছে। যার ডিজাইন সবথেকে ভালো হবে সে পাবে ৫ লক্ষ টাকা পুরষ্কার। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। পেশাদার ব্যক্তি, কলেজ-বিশ্ববিদ্যালয় এবং স্কুলের শিক্ষার্থীদের জন্য তিনটি ভিন্ন বিভাগে প্রতিযোগিতা হবে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

৫ লক্ষ টাকা জেতার সুযোগ দিচ্ছে রেল

রেলমন্ত্রক জানিয়েছে, রেলওয়ে এই কাজের জন্য সৃজনশীল ব্যক্তিদের নাম দিতে বলেছে। অংশগ্রহণকারীরা তিনটি বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। পেশাদার, কলেজ/বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্কুলের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করতে পারবেন। এতে অংশগ্রহণকারীদের ৩১ মে-র মধ্যে অনলাইন মাধ্যমে ডিজিটাল ঘড়ির নকশা জমা দিতে হবে।

রেলওয়ে বোর্ডের নির্বাহী পরিচালক (তথ্য ও প্রচার) দিলীপ কুমারের মতে, হাই রেজোলিউশনের নকশা, ওয়াটারমার্ক বা লোগো ছাড়া ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। রেলওয়েতে ব্যবহারের জন্য যার নকশা নির্বাচিত হবে তিনি ৫ লক্ষ টাকা পুরস্কার পাবেন। এর সাথে, তিনটি বিভাগে ৫০ হাজার টাকার পাঁচটি সান্ত্বনা পুরস্কার থাকবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বড় ঘোষণা রেলের

অংশগ্রহণকারীদের ১ মে থেকে ৩১ মে, ২০২৫ এর মধ্যে অনলাইনে তাদের নকশা (Railway Clock Design) জমা দিতে হবে। সমস্ত নকশা অবশ্যই মৌলিক হতে হবে এবং কপিরাইট লঙ্ঘন করবে না। দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা স্কুল বিভাগের অধীনে যোগদান করতে পারে। এর জন্য স্কুলের আইডি কার্ড আপলোড করতে হবে। কলেজ বিভাগে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয় যারা বর্তমানে একটি স্বীকৃত কলেজের শিক্ষার্থী। বাকিরা পেশাদার বিভাগের আওতায় আসবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group