সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। আসন্ন এই দুর্গাপুজোয় আপনারও কি বারাণসী যাওয়ার ইচ্ছা রয়েছে? অথচ ট্রেনের টিকিট পাচ্ছেন না? তাহলে আপনার জন্য রইল আজকের এই প্রতিবেদনটি। এবার বেনারস-কলকাতার (Banaras Kolkata Train) মধ্যে পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রেল।
বেনারস থেকে কলকাতা অবধি ছুটবে বিশেষ ট্রেন
আসন্ন উৎসব এবং পুজো উপলক্ষে একটি পুজো স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। উৎসবের সময় অনেকেই বাড়িতে যেতে পছন্দ করেন। এর ফলে বাড়ি ফেরার জন্য হঠাৎ করেই মানুষের ভিড় বেড়ে যায়। ফলস্বরূপ, ট্রেনের আসন এবং টিকিট পাওয়া যায় না, যার ফলে মানুষ ভয়াবহ পরিস্থিতিতে ভ্রমণ করতে বাধ্য হন। কখনও কখনও, তারা তাদের বাড়িতেও পৌঁছাতে পারে না এত ভিড় থাকে ট্রেনে। উৎসবের সময়ে রীতিমতো বাদুড়ঝোলা ভিড় থাকে ট্রেনে। আসন্ন উৎসবগুলিতে যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখে, রেল ট্রেন নম্বর 05047/05048 বেনারস-কলকাতা-বেনারস সাপ্তাহিক পুজো স্পেশাল ট্রেন পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে।
কবে থেকে চলবে বিশেষ ট্রেন?
উত্তর-পূর্ব রেলওয়ে বেনারস-কলকাতা-বেনারস মধ্যে একটি সাপ্তাহিক পুজো স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করেছে। এই ট্রেনটি ২৩ সেপ্টেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার বেনারস থেকে এবং ২৪ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত প্রতি বুধবার কলকাতা থেকে সাতটি ট্রিপ চালানো যাত্রীদের জন্য। বেনারস বিভাগের জনসংযোগ কর্মকর্তা অশোক কুমার জানিয়েছেন যে এই ট্রেনে মোট ২২টি কোচ থাকবে, যার মধ্যে ২০টি শীতাতপ নিয়ন্ত্রিত তৃতীয় ইকোনমি ক্লাস কোচ এবং দুটি জেনারেটর-কাম-লাগেজ ভ্যান কোচ থাকবে। উৎসবে বাড়ি ফেরা যাত্রীদের ভিড় সামলাতে এই পুজো বিশেষ ট্রেনটি চালানো হচ্ছে। উৎসবের জন্য আরও বেশি লোক যাতে করে তাদের বাড়ি এবং পরিবারের কাছে পৌঁছাতে পারেন সেটাই নিশ্চিত করা হবে।
Kolkata – Banaras – Kolkata Puja Special pic.twitter.com/vm88dSHiql
— Eastern Railway (@EasternRailway) September 20, 2025
যাত্রাকালে ট্রেনটি আউন্ডিহার, গাজিপুর সিটি, বালিয়া, রেবতী, সুরেমানপুর, ছাপরা জংশন, দিঘওয়ারা, সোনপুর, হাজিপুর, শাহপুর পাটোরি, বারাউনি, কিউল, ঝাঝা, জিসিডিহ, মধুপুর, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, খানা জংশন, বর্ধমান, ব্যান্ডেল এবং নৈহাটিতে থামবে।