Indiahood-nabobarsho

এবার ভারতীয় সেনার প্রত্যাঘাতে নিহত ১০ পাক জওয়ান? চরম উত্তাপ সীমান্তে

Published on:

Indian Soldiers kills 10 Pakistani soldiers on border

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গতকাল মধ্যরাতে জঙ্গি দমনে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হানা দিয়েছিল ভারতীয় বায়ু সেনা। বেছে বেছে পাক মদদপুষ্ট জঙ্গিঘাঁটি গুলিকে গুঁড়িয়ে কমপক্ষে 70 জন সন্ত্রাসীর প্রাণ নিয়েছেন বিমান বাহিনীর বীর জাওয়ানরা। এমতাবস্থায় সফল এয়ার স্ট্রাইকের পর এবার 10 পাক সেনার (Pakistani Soldiers) মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সূত্র বলছে, নিয়ন্ত্রণরেখা পেরিয়ে বারংবার পাকিস্তানের দিশেহারা হামলা ও 12 জন ভারতীয়র মৃত্যুর বদলা হিসেবে 10 পাক সেনাকে মৃত্যুর কোলে নামিয়েছে ভারতীয় সেনাবাহিনী সদস্যরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সীমান্তে অশান্তি অব্যাহত

মূলত জঙ্গি হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াতে অপারেশন সিঁদুরের আয়োজন করে ভারত। সেই মতো লক্ষ্য পূরণ করে ভারতে ফিরে এসেছেন বায়ুসেনার সকল ফাইটার জেট চালক। ইতিমধ্যেই সেই খবর নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনীর উচ্চ পদস্থ আধিকারিকরা।

সফল অভিযানের পরই, ভারতীয় বায়ু সেনার তরফে লিখিত বিবৃতি জারি করে বলা হয়েছিল, ভারত শুধুমাত্র সন্ত্রাসবাদ দমনে নেমেছে। পাকিস্তান সেনাবাহিনীকে আঘাত করা কিংবা তাদের কোনও কাঠামোয় হামলা করা ভারতীয় বায়ু সেনার লক্ষ্য নয়। এমন বিবৃতি সত্ত্বেও নিজ দেশের জঙ্গিদের হয়ে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে পাকিস্তান।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মূলত সীমান্তে, যেখানে ভারতীয় সেনারা জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে, সেই পর্বে দাঁড়িয়ে পাক সেনাদের হিংসার কবলে পড়ছেন দেশের সাধারণ নাগরিক। এমতাবস্থায়, নিয়ন্ত্রণ রেখায় 12 জন ভারতীয়র মৃত্যুর খবর সামনে এসেছিল। জঙ্গি নয়, বরং পাক সেনাদের গুলিতেই মৃত্যু হয়েছিল তাদের। এবার দেশবাসীর মৃত্যুর জবাব ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিল ভারত সেনাবাহিনী।

অবশ্যই পড়ুন: ভিডিও গেমের দৃশ্য দেখিয়ে ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের দাবি! চরম মিথ্যাচার বাংলাদেশের

সূত্রের খবর, সফল এয়ার স্ট্রাইকের পর এবার নিয়ন্ত্রণ রেখায় 10 জন পাকিস্তানি সেনাকে নিকেশ করেছে ভারত। প্রতিমুহূর্তে পাকিস্তানের গুলি-মর্টারের জবাবে কঠোর প্রত্যাঘাত হেনেছে ইন্ডিয়ান আর্মি। সূত্র বলছে, সীমান্তে অশান্তির পরিবেশ আরও জটিল হয়েছে। খোঁজ নিয়ে জানা গেল, প্রথমে পাকিস্তানের তরফে নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন ও আর্টিলারি গান ফায়ার ও শেল ফাটানো হলে পাল্টা অ্যাকশনে নামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group