বছরে হবে ৩০০০ কোটি টাকার ক্ষতি! তুরস্ক, আজারবাইজানকে পথে বসাবে ভারত

Published:

Indian tourists demand boycott of Turkey and Azerbaijan
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে খোলাখুলি সমর্থন! তুরস্ক ও আজারবাইজানের বিপক্ষে এবার কঠোর হল ভারতীয় পর্যটকরা (Indian Tourists)। জানা যাচ্ছে, ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সব রকম অস্ত্র দিয়ে সাহায্য করায় এবার তুরস্ক, আজারবাইজানে ভ্রমণ বাতিলের ডাক দিল দেশবাসী। সূত্র যা বলছে, সচেতন নাগরিক হিসেবে দেশের কথা চিন্তা করে শত্রুর শুভাকাঙ্ক্ষী তুরস্ক ও আজারবাইজান বয়কট করার আহ্বান জানিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান ক্যানসেল করেছেন অনেকেই।

বাতিল হয়েছে একাধিক ফ্লাইট ও হোটেল বুকিং

বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারত-পাকিস্তান সংঘাতের আবহে সন্ত্রাসবাদের দেশকে একেবারে সর্বস্ব উজাড় করে সাহায্য করায় ভারতীয় পর্যটকদের রোষানলে পড়েছে দুই ইসলামিক দেশ, তুরস্ক ও আজারবাইজান। জানা যাচ্ছে, স্বদেশী পর্যটকদের সিদ্ধান্তে ইতিমধ্যেই নাকি অসংখ্য ফ্লাইট ও হোটেল বুকিং বাতিল করে দিয়েছে ইজমাইট্রিপ ট্রাভেল সংস্থা।

ট্রাভেল কোম্পানিটির তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই তুরস্কের 22 শতাংশ বুকিং ক্যানসেল হয়ে গিয়েছে। এছাড়াও পাকিস্তানের বন্ধু দেশ আজারবাইজানে 30 শতাংশেরও বেশি বুকিং বাতিল হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আচমকা ভারতীয় পর্যটকরা বেঁকে বসায় ব্যাপক ক্ষতি হবে এই দুই দেশের। সেই সাথেই ভারতীয় পর্যটকদের অভাবে সন্ত্রাসবাদের প্রশ্রয়দাতা দুই রাষ্ট্রের পর্যটন শিল্প কার্যত মুক্তি থুবড়ে পড়তে পারে।

ব্যাপক ধাক্কা খাবে দুই দেশের পর্যটন শিল্প

ধারণার ক্ষেত্রে বলে রাখি, গত বছর তুরস্ক ও আজারবাইজানে কমপক্ষে 3.8 লাখ ভারতীয় ঘুরতে গিয়েছিলেন। তাঁদের ভ্রমণ খরচ যদি মাথাপিছু 70 হাজারের কাছাকাছি ধরা যায় সেক্ষেত্রে গোটা অঙ্ক যা দাঁড়ায় তা জানলে মাথায় হাত পড়বে অনেকেরই। হিসেব বলছে, আজারবাইজান ও তুরস্কে ভারতীয় পর্যটকরা গত বছর অন্তত 2500 থেকে 3000 কোটি টাকা খরচ করেছে।

অবশ্যই পড়ুন: জব্দ হয়েও শিক্ষা হয়নি! ফের ভারতের সেভেন সিস্টার্স নিয়ে বেফাঁস ইউনূস

তবে পাকিস্তানের সাথে সংঘর্ষের আবহে মূলত ভারতের প্রতি বিরূপ আচরণের কারণেই, এই দুই দেশকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন স্বদেশী পর্যটকরা। বিশেষজ্ঞ মহলের দাবি, ভারতীয়দের এমন পদক্ষেপে, দুই দেশের পর্যটন শিল্প বিরাট ধাক্কা খাবে। জানিয়ে রাখি, ইতিমধ্যেই ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোর তরফে আজারবাইজান, তুরস্ক ও চিনের ফ্লাইট বুকিং বাতিল করে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join