বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মাঝেও আশা যোগাচ্ছে ভারত। বিগত বছরগুলিতে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ছিল চোখে পড়ার মতো। সম্প্রতি, অর্থনৈতিক ক্ষমতার নিরিখে জাপানকে পিছনে ফেলে বিশ্বের তৃতীয় অর্থনৈতিক দেশ হয়ে উঠেছে ভারতবর্ষ। আগামী বছরগুলিতেও এই অর্থনৈতিক বৃদ্ধির রেশ ধরে রাখবে দিল্লি।
বহু আগেই ভারতের আর্থিক বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিল রাষ্ট্র সংঘ। এবার সেই পূর্বাভাস থেকেই বড় বার্তা দিল বিশ্বব্যাঙ্ক (World Bank)। মঙ্গলবার বিশ্বব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, 2025-26 আর্থিক বছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি 6.3 শতাংশ হবে। হ্যাঁ, বিগত অনুমানকে ধরে রেখেই ফের ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিল বিশ্বব্যাঙ্ক।
কী বলছে বিশ্বব্যাঙ্কের রিপোর্ট?
সম্প্রতি বিশ্বব্যাঙ্কের তথ্য সমৃদ্ধ রিপোর্ট অনুযায়ী, ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনা ও নীতিগত অনিশ্চয়তার কারণে এ বছর বিশ্বব্যাপী আর্থিক বৃদ্ধির কমে আসবে বলেই আশা করা হচ্ছে। জানা যাচ্ছে, 2008 স্যারের পর থেকে সবচেয়ে ধীর গতির প্রবৃদ্ধি হতে পারে এ বছর।
বিশ্বব্যাঙ্ক আশঙ্কা করছে, 2025 আর্থিক বছরে বিশ্বব্যাপী প্রবৃদ্ধি 2.3 শতাংশে নেমে আসবে। তবে ভারতের ক্ষেত্রে অন্য চিত্র দেখছে বিশ্বব্যাঙ্ক। রিপোর্টে জানানো হয়েছে, বিশ্বব্যাপী অনিশ্চয়তার মাঝেও ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবেই থাকবে।
অবশ্যই পড়ুন: ভূমি থেকে ৭৪ মিটার উঁচুতে ছুঁটবে মেট্রো! তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে উচ্চতম মেট্রো স্টেশন
ভারতের অর্থনৈতিক বৃদ্ধি চিনের থেকেও দ্রুত হবে
সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, 2025-26 আর্থিক বছরে ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে 6.3 শতাংশ হারে এগিয়ে যাবে বলেই আশা করা হচ্ছে। এ প্রসঙ্গে বিশ্বব্যাঙ্ক স্পষ্ট জানিয়েছে, 2025-26 অর্থবর্ষে প্রবৃদ্ধির পূর্বাভাস জানুয়ারির অনুমানের তুলনায় 0.4 শতাংশ কমানো হয়েছে।
কিন্তু কেন? জানা যাচ্ছে, মূলত প্রধান বাণিজ্য অংশীদারের দুর্বলতা ও বিশ্বে ক্রমবর্ধমান বৈশ্বিক বাণিজ্যে নানান বাধার কারণে একাধিক ক্ষেত্রে রপ্তানি কমেছে। কিন্তু তা সত্ত্বেও আশার আলো দেখিয়েছে বিশ্বব্যাঙ্ক। আন্তর্জাতিক ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, 2025-26 আর্থিক বছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি 6.3 শতাংশ হলেও চিনের প্রবৃদ্ধির হার থাকবে 4.5 শতাংশ। যা পরবর্তী বছরে আরও কমে 4 শতাংশ হবে বলেই খবর।