Indiahood-nabobarsho

রাজ্যের প্রথম কাচের ব্রিজ, উদ্বোধন হল মুখ্যমন্ত্রীর হাত ধরে, দারুণ খবর পর্যটকদের জন্য

Published on:

tamil nadu glass bridge

শ্বেত মিত্র, কন্যাকুমারীঃ রাজ্যবাসীর জন্য রইল এক দারুণ সুখবর। অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের প্রথম গ্লাস ব্রিজের (Glass Bridge) উদ্বোধন হল। জানা গিয়েছে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সোমবার সন্ধ্যায় কন্যাকুমারীর তীরে বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং ১৩৩ ফুট উঁচু থিরুভাল্লুভার মূর্তির সংযোগকারী ৭৭ মিটার দীর্ঘ এবং ১০ মিটার প্রশস্ত কাচের সেতুর উদ্বোধন করেন। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভারতের প্রথম কাচের সেতু

বলা হয়, এই কাচের সেতুটি দেশের প্রথম এ ধরনের সেতু, যা পর্যটকদের দুই মনীষীর স্মৃতিসৌধ ও আশপাশের সমুদ্রের মনোরম দৃশ্য তুলে ধরবে। এতে করে আগামী দিনে তামিলনাড়ুর পর্যটন ব্যবসা আরও ফুলেফেঁপে উঠবে বলে আশাবাদী সকলে। এই নতুন ব্রিজ প্রসঙ্গে পর্যটন দফতরের এক আধিকারিক বলেন, “এই ব্রিজের মাধ্যমে সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা দারুণ হতে চলেছে সকলের জন্য।”

প্রয়াত মুখ্যমন্ত্রী এম করুণানিধি কর্তৃক তিরুভাল্লুভার মূর্তি উন্মোচনের রজত জয়ন্তী উপলক্ষে রাজ্য সরকার কর্তৃক ৩৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটির উদ্বোধন করা হয়েছিল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন গ্লাস ব্রিজের উদ্বোধনের সময় বিবেকানন্দ স্মৃতিসৌধ এবং থিরুভাল্লুভার মূর্তির উপর দিয়ে হাঁটেন। খিলান কাচের সেতুটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এটিই হবে ল্যান্ডস এন্ডের সর্বশেষ আকর্ষণ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ব্রিজের ওপর দিয়ে হাঁটলেন মুখ্যমন্ত্রী

উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন, রাজ্যের মন্ত্রী, সাংসদ কানিমোঝি এবং উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে সেতুতে হাঁটেন মুখ্যমন্ত্রী। তিরুভাল্লুভার মূর্তিতে একটি লেজার লাইট শো অনুষ্ঠিত হয়। স্বাভাবিকভাবেই বছর শেষ হওয়ার আগে এহেন দারুণ দেখতে ব্রিজ উপহার হিসেবে পেয়ে খুশি রাজ্যবাসীও।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group