শ্বেতা মিত্র, কলকাতা: ভারতীয় রেল যাত্রীদের জন্য রইল কী দারুণ সুখবর। এবার চোখের নিমিষেই শেষ হবে ট্রেন যাত্রা। সবথেকে বড় কথা, যে জায়গায় যেতে আগে ৪-৫ ঘন্টা লেগে যেত এখন সেই সময় কমে মাত্র কয়েক মিনিট হবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আসলে আইআইটি মাদ্রাজ-এ প্রথম হাইপারলুপ টেস্ট ট্র্যাক চালু করে ভারত তথা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এই হাইপারলুপ টেস্ট ট্র্যাকের মাধ্যমে ভারত উচ্চ-গতির ভ্রমণের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল।
ভারতের প্রথম হাইপারলুপ টেস্ট ট্র্যাক
রেল মন্ত্রকের সহযোগিতায় তৈরি এই প্রকল্পের মাধ্যমে, ভবিষ্যতে দিল্লি থেকে জয়পুরের মতো দীর্ঘ দূরত্ব মাত্র ৩০ মিনিটে অতিক্রম করা যাবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে ভারতীয় রেলওয়ের সহযোগিতায় আইআইটি মাদ্রাজ কর্তৃক হাইপারলুপ টেস্ট ট্র্যাক (৪২২ মিটার) তৈরিতে সাফল্যের পর, সরকার এখন বাণিজ্যিক পরিবহনের জন্য ৫০ কিলোমিটার দীর্ঘ করিডোর তৈরির পরিকল্পনা করছে ।
বিশ্বের দীর্ঘতম হাইপারলুপ ট্র্যাক!
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দিনে এটি হতে পারে বিশ্বের দীর্ঘতম হাইপারলুপ ট্র্যাক। এই প্রযুক্তি প্রধান শহরগুলির মধ্যে ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে। উদাহরণস্বরূপ, দিল্লি থেকে জয়পুরের যাত্রা, যা সাধারণত ৫-৬ ঘন্টা সময় নেয়, তা আগামী দিনে মাত্র ৩০ মিনিটে সম্পন্ন করা যাবে। ঠিক তেমনই মাত্র ৩০-৪০ মিনিটের মধ্যে কলকাতা থেকে সহজেই পৌঁছানো যাবে NJP। আইআইটি মাদ্রাজের হাইপারলুপ টেস্ট ট্র্যাক তৈরির মাধ্যমে ভারতে পরিবহন বিপ্লবের যে নতুন এক সূচনা হল সেটা বলাই বাহুল্য।
হাইপারলুপ টেস্ট ট্র্যাক, হাইলাইটস:
অবস্থান এবং দৈর্ঘ্য: এই পরীক্ষামূলক ট্র্যাকটি আইআইটি মাদ্রাজ ক্যাম্পাসে অবস্থিত এবং এর দৈর্ঘ্য ৪২২ মিটার।
গতি: হাইপারলুপ প্রযুক্তি ১,০০০ কিমি/ঘন্টা পর্যন্ত গতি অর্জন করতে পারে, যার ফলে মাত্র ৩০ মিনিটে ৩৫০ কিমি দূরত্ব অতিক্রম করা সম্ভব।
আরও পড়ুনঃ ১ এপ্রিল থেকে এই গাড়িগুলোতে আর দেওয়া হবে না পেট্রোল, ডিজেল! এল কড়া নিয়ম
প্রযুক্তিগত অবকাঠামো: এই প্রযুক্তিতে এমন পড ব্যবহার করা হয় যা ভ্যাকুয়াম টিউবে তড়িৎ চৌম্বকীয়ভাবে ভাসমান থাকে, ঘর্ষণ এবং বায়ু প্রতিরোধ ক্ষমতা দূর করে। এটি এটিকে প্রায় ম্যাক ১.০ (৭৬১ মাইল প্রতি ঘণ্টা) গতিতে পৌঁছাতে সাহায্য করে ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |