নীচে জঙ্গল, উপরে সড়ক! ভারতে তৈরি হচ্ছে দেশের প্রথম সাউন্ডপ্রুফ এক্সপ্রেসওয়ে

Published on:

soundproof expressway

শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই ভারতের সড়ক ব্যবস্থায় একের পর এক যুগান্তকারী পরিবর্তন ঘটেই চলেছে। অত্যাধুনিক টোল প্লাজা থেকে শুরু করে মাখনের মতো মসৃণ জাতীয় সড়ক, মহাসড়ক পাচ্ছেন পাচ্ছেন দেশবাসী। তবে এবার আরও বড় চমক অপেক্ষা করছে সকলের জন্য। আপনিও নিশ্চয়ই কখনও না কখনও কোনও জাতীয় সড়ক কিংবা মহাসড়কের ওপর দিয়ে যাতায়াত করেছেন নিশ্চয়ই। তবে জানলে অবাক হবেন, এবাতর তৈরি হতে চলেছে ভারতের প্রথম সাউন্ড প্রুফ এক্সপ্রেসওয়ে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। শুধু তাই নয়, এর আরও অন্যান্য বিশেষত্ব সম্পর্কে শুনলে তো চমকে উঠবেন আপনিও।

ভারতের প্রথম সাউন্ড প্রুফ এক্সপ্রেসওয়ে

WhatsApp Community Join Now

দিল্লি-দেরাদুন থেকে যাতায়াতকারী যাত্রীদের জন্য রয়েছে দারুণ খবর। আসলে দিল্লি-দেরাদুন এক্সপ্রেসওয়ে এই বছর জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। ঘন জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া এই এক্সপ্রেসওয়েটি দেশের প্রথম সাউন্ড ব্যারিয়ার অর্থাৎ সাউন্ডপ্রুফ এক্সপ্রেসওয়ে হতে চলেছে বলে খবর। এলিভেটেড এই এক্সপ্রেসওয়েতে চলা যানবাহনের আলো-শব্দ বন পর্যন্ত পৌঁছাবে না। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার (National Highways Authority of India) অধীনে নির্মিত দিল্লি-দেরাদুন এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ প্রায় শেষ। এই পরিস্থিতিতে দিল্লির অক্ষরধাম থেকে দেরাদুন পর্যন্ত এই নতুন এক্সপ্রেসওয়ে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে।

এক্সপ্রেসওয়েটির বিশেষত্ব

দিল্লি-দেরাদুন এক্সপ্রেসওয়েতে গাড়ি চলতে পারবে ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার বেগে। এই এক্সপ্রেসওয়ের মাধ্যমে দিল্লি থেকে দেরাদুন পৌঁছানো যাবে মাত্র আড়াই ঘণ্টায়। এই এক্সপ্রেসওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হ’ল এটিতে একটি ১২ কিলোমিটার এলিভেটেড ওয়াইল্ডলাইফ করিডোর তৈরি করা হয়েছে, যা রাজাজি জাতীয় উদ্যানের উপর দিয়ে যাবে। এই উদ্যানটি হাতি ও বন্য প্রাণীর জন্য বিখ্যাত। এমন পরিস্থিতিতে আপনিও ভ্রমণের সময় এই এক্সপ্রেসওয়েতে জঙ্গল সাফারি উপভোগ করতে পারবেন।

দিল্লি ও উত্তরাখণ্ডের মধ্যে সংযোগকারী এই এক্সপ্রেসওয়েকে সাউন্ডপ্রুফ করে তোলা হয়েছে। এই এক্সপ্রেসওয়েতে চলমান যানবাহনের শব্দে প্রাণীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা এই শব্দ-প্রমাণ কৌশলটি তৈরি করেছেন। এখন সাউন্ড প্রুফ এক্সপ্রেসওয়ের উপরে যানবাহনের শব্দ যাই হোক না কেন, এই আওয়াজ কিন্তু নীচের জঙ্গলে পৌঁছাবে না। রাতের বেলা আলোর আলোও বনে পৌঁছাবে না।

যাত্রী নিরাপত্তায় জোর

এছাড়াও নতুন এই এক্সপ্রেসওয়েতে যাত্রীদের নিরাপত্তার জন্য অনেক ব্যবস্থা করা হয়েছে। ট্রমা সেন্টারের পাশাপাশি অ্যাম্বুলেন্স, দমকল এবং অন্যান্য জরুরি পরিষেবাগুলিকেও এক্সপ্রেসওয়ে বরাবর অ্যাকশন মোডে রাখা হয়েছে। দুর্ঘটনা রোধে দুই পাশে রেলিং বসিয়ে বেড়া দেওয়া হয়েছে।

সঙ্গে থাকুন ➥
X