ব্রহ্মপুত্র নদীতে বাঁধ দিয়ে চাপ বাড়াতে চাইছিল চিন, পাল্টা ভারতের চালে ব্যাকফুটে বেজিং

Published on:

brahmaputra river dam china india

শ্বেতা মিত্র, কলকাতাঃ এবার চিনের পাল্টা জবাব দিল ভারত। কয়েকদিন আগেই জানা গিয়েছিল যে ভারতে থাকা ব্রহ্মপুত্র নদীর (Brahmaputra River) ওপর চিন বিশ্বের বৃহত্তম ড্যাম বা বাঁধ বানানোর ক্ষেত্রে অনুমোদন দিয়েছে। এদিকে চিন যদি এটা করতে সফল হয়, তাহলে উত্তর-পূর্বাঞ্চলে ভারতের ক্ষমতা অনেকটাই চিনের হাতে চলে আসবে বলে মনে করা হচ্ছিল। জানিয়ে রাখি, এই ব্রহ্মপুত্র নদী শুধু ভারত নয়, গোটা বাংলাদেশের তেষ্টা নিবারণ করে। তবে সে যে কথায় আছে না ওস্তাদের মার শেষ রাতে ভারতও একপ্রকার সেরকমই একটি উপায় বের করেছে যার জেরে ড্রাগনের দেশের চিন্তা নতুন করে বাড়তে পারে। একদিকে চীন যখন ব্রহ্মপুত্র নদীর ওপর বৃহত্তর বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে সেখানে অন্যদিকে ব্রহ্মপুত্র নদীর কাছে থাকা সিয়াং নদীকে নিজেদের ব্রহ্মাস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে ভারত বলে মনে করা হচ্ছে।

চিনকে পাল্টা জবাব ভারতের!

WhatsApp Community Join Now

এখন আপনিও নির্ঘাত ভাবছেন যে এই সিয়াং নদী কিভাবে ভারতের ব্রহ্মাস্ত্র হয়ে উঠতে পারে? তাহলে জানিয়ে রাখি, উত্তর-পূর্ব দিয়ে বয়ে যাওয়া সিয়াং নদী শীতকালে খুব শান্ত দেখায়। তবে বর্ষাকালে এই নদী কার্যত বিধ্বংসী রূপ ধারণ করে। বাড়তি জলে ফুলেফেঁপে ওঠে এবং তার জেরে আশেপাশের জায়গায় বন্যার সৃষ্টি করে। এহেন অবস্থায় সরকারের তরফে এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে যার জেরে সাধারণ মানুষের কষ্ট লাঘব হবে, আবার ঠিক তেমনি চিনকে ভালো রকমের জবাবও দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

আসলে ভারত সরকার এবার সিয়াং নদীর উপর নির্মিত আপার মাল্টিপারপাস প্রজেক্ট নিয়ে ময়দানে নামতে চলেছে। সরকার এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর যে বন্যা হয় তা কেবল নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করছে না, বরং ব্যাকআপ তৈরী করতে চাইছে।

চিনের পাল্টা ব্যাকআপ প্ল্যান ভারতের?

এই নদীর জলটি সেচের কাজ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্যও ব্যবহার করতে চায় ভারত। এছাড়াও চিন যদি কোনোভাবে ব্রহ্মপুত্রের জল বন্ধ করে দেয়, তাহলে সিয়াং নদীর জল দিয়ে উত্তর-পূর্বাঞ্চলের মানুষের তৃষ্ণা মেটানোর চেষ্টা করতে পারে ভারত। মাল্টিপারপাস প্রজেক্টের ঘটনা এটিই প্রথম নয়। ভারতে শতদ্রু নদীর উপর অনেক বাঁধ রয়েছে যেমন ভাকরা নাঙ্গাল বাঁধ, দামোদর ভ্যালি প্রকল্প। ভারত সরকারের এহেন পরিকল্পনার একটাই উদ্দেশ্য, দেশের চিনের প্রভাব যেনতেন প্রকারে কমানো। ব্রহ্মপুত্র নদ উত্তর-পূর্বের জীবনরেখা। এই প্রকল্পের মাধ্যমে ভারতের বিরুদ্ধে চাপ প্রয়োগের কৌশল অবলম্বন করার চেষ্টা করছে চিনের। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিনের এই পদক্ষেপ সময়মতো আঁচ করতে পেরেছেন। সেই কারণেই এই বিষয়ে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

সঙ্গে থাকুন ➥
X