১২ দিন ঘুম উড়বে মুনির সহ গোটা পাকিস্তানের! ত্রিশূল মহড়ায় নামছে ভারতের তিন সশস্ত্র বাহিনী

Published:

Exercise Trishul
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: পাকিস্তান ও তাদের সেনাবাহিনী আগামী 12 দিন কঠিন সময়ের মুখোমুখি হতে চলেছে। হ্যাঁ, 30 অক্টোবর থেকে 10 নভেম্বর পর্যন্ত পশ্চিম সীমান্তে যৌথ সামরিক মহড়ার নোটিশ জারি করেছে ভারতের তিন সশস্ত্র বাহিনী। অপারেশন সিঁদুরের পর এটিই হতে চলেছে সবথেকে বড় মহড়া। জানা যাচ্ছে, ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং ভারতের বিমান বাহিনীর যৌথ তৎপরতায় এই সামরিক মহড়ার আয়োজন করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ত্রিশূল মহড়া (Exercise Trishul)।

জারি হয়েছে ভারতের NOTAM

প্রসঙ্গত, ভারত ত্রিশূল মহড়ার জন্য ইতিমধ্যে বিমান বাহিনীর তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। আর সেখানে বলা হয়েছে, ভারতের তিন সশস্ত্র বাহিনীর মাধ্যমেই এই বিরাট মহড়ার আয়োজন করা হচ্ছে। এও বলা হয়েছে, তিন বাহিনী আগামী 30 অক্টোবর থেকে 10 নভেম্বর পর্যন্ত পশ্চিম সীমান্তে ত্রিশূল মহড়ায় অংশগ্রহণ করবে। এমনকি প্রতিরক্ষা মন্ত্রক মনে করছে, এই ত্রিশূল মহড়ার মাধ্যমে ভারতের তিন খাত ক্রমবর্ধমান ঐক্যের পাশাপাশি আরও আত্মনির্ভরতা বাড়াবে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সশস্ত্র বাহিনীর জয়’ দৃষ্টিভঙ্গির মূল ভিত্তি হতে চলেছে।

এদিকে এই ত্রিশূল মহড়ার মূল লক্ষ্য হল সশস্ত্র বাহিনীকে আরও তীক্ষ্ণ ও আত্মনির্ভর করে যুদ্ধক্ষেত্রের জন্য দেশীয়ভাবে সরঞ্জামের অপারেশনাল ক্ষমতা পরীক্ষা করা। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জারি করা একটি বিবৃতিতে সেই তথ্য ইতিমধ্যে দেওয়া হয়েছে। কারণ, ক্রমবর্ধমান যুদ্ধের কারণে সশস্ত্র কাহিনীকে এখন সমস্ত পরিস্থিতির জন্য প্রস্তুত রাখার জন্য চেষ্টা চালানো হচ্ছে। আর অপারেশন সিঁদুরে শত্রুদের পরাজিত করার ক্ষেত্রেও ভারত দেশীয় অস্ত্রগুলির কার্যকারিতা ইতিমধ্যে প্রমাণ মিলেছে।

ত্রিসেনার মহড়া ত্রিশূল

উল্লেখ্য, ত্রিশূল মহড়ায় দক্ষিণ কমান্ডের সেনারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানা যাচ্ছে। তারা মূলত চ্যালেঞ্জিং কচ্ছ ক্রিক অঞ্চল এবং পশ্চিম সীমান্তের মরুভূমি সহ বেশ কিছু অঞ্চলে যৌথ অভিযান করবে। তাছাড়া ভারতীয় সৈন্যরা স্বরাষ্ট্রের উপকূলের জলসীমায় অভিযান করতে পারে বলে জানানো হয়েছে। আর এই মহড়ার সময় গোয়েন্দা, নজরদারি সংস্থাও মোতায়েন থাকবে।

আরও পড়ুনঃ LPG থেকে UPI, ব্যাঙ্ক! ১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে এই ৬ নিয়ম

এমনকি এ বিষয়ে স্যাটেলাইট চিত্র বিশ্লেষক ড্যামিয়ান সাইমন তার এক্স হ্যান্ডেলে কিছু ছবিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, পশ্চিম সীমান্তের জন্য ভারত কীভাবে সর্তকতা দেখিয়েছে। এমনকি তিনি এই অভিযানকে অস্বাভাবিক হিসেবে ব্যাখ্যা দিচ্ছেন। কারণ, 28 হাজার ফুট উট পর্যন্ত উচ্চতা মহড়ার জন্য চিহ্নিত করা হয়েছে যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবথেকে বড় হতে চলেছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join