তুর্কিকে বড় ঝটকা ভারতের! টার্কিশ এয়ারলাইন্সের সাথে সম্পর্ক শেষ করছে Indigo

Published on:

IndiGo to end lease agreement with Turkish Airlines

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শীঘ্রই তুরস্কের বিমান সংস্থার সাথে সম্পর্ক ভাঙতে চলেছে ইন্ডিগো (Indigo)! আপাতত যা খবর, সম্প্রতি তুর্কি বিমান সংস্থার থেকে চুক্তি মারফত পাওয়া দুটি বোয়িং 777 বিমান লিজ হিসেবে নিয়েছিল ইন্ডিগো। এতদিন সেই বিমানই চালাচ্ছিল তারা। তবে 31 মে অর্থাৎ শনিবার পর্যন্ত ওই বিমান চালানোর অনুমতি ছিল ভারতীয় বিমান সংস্থার কাছে।

এরই মাঝে তুর্কি বিমান সংস্থার ওই দুই বিমান যাতে আরও কিছুটা সময় চালানো যায় সেজন্য ভারতীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে আবেদন জানায় ইন্ডিগো। ইন্ডিগোর তরফে অন্তত আরও 6 মাসের অনুমোদন চাওয়া হয়। তবে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ইন্ডিগোকে আগামী 3 মাসের সময় দিয়েছে কেন্দ্র। শোনা যাচ্ছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে তুরস্কের বিমান সংস্থার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে ভারতীয় বিমান সংস্থা।

কেন 3 মাসের সময় বেঁধে দিল কেন্দ্র?

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, মূলত যাত্রীদের যাতে অসুবিধা না হয়, সেইসব দিক মাথায় রেখেই আগামী 31 আগস্ট পর্যন্ত ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোকে সময় বেঁধে দেওয়া হল। জানানো হয়, বিমান সংস্থার তরফে আবেদনের ভিত্তিতেই মেয়াদ বৃদ্ধি করেছে কেন্দ্র।

তবে মন্ত্রকের তরফে এও জানিয়ে দেওয়া হয়, এই নির্দিষ্ট সময়ের পর আর কোনও অতিরিক্ত সময় পাবে না ইন্ডিগো। তাই আগামী 31 আগস্টের মধ্যেই তুরস্কের বিমান সংস্থার সাথে লিজ চুক্তি বাতিল করে নিতে হবে এই বিমান সংস্থাকে। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রের বেঁধে দেওয়া এই সময়ের আগেই তুর্কি বিমান সংস্থার সাথে সম্পর্ক ছিন্ন করার প্রস্তুতি নিচ্ছে ভারতের বিমান সংস্থা।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: GDP-তে তো পিছিয়ে, কিন্তু মাথা পিছু আয়ে ভারতকে কি টেক্কা দিল তুরস্ক! দেখুন পরিসংখ্যান

ইন্ডিগোর সাথে টার্কিশ এয়ারলাইন্সের চুক্তি

বর্তমানে দেশ-বিদেশ মিলিয়ে মোট 400টি বিমান চালায় ইন্ডিগো। যার মধ্যে মাত্র দুটি বিমান তুরস্কের এয়ারলাইন্স থেকে লিজ বা ভাড়া বাবদ নেওয়া। জানিয়ে রাখি, 2023 সালে প্রথমবারের জন্য টার্কিশ এয়ারলাইন্সের সাথে একটি স্বল্প লিজ চুক্তি করেছিল ইন্ডিগো। আর সেই চুক্তির অধীনে মুম্বই থেকে ইস্তাম্বুল পর্যন্ত ফ্লাইট পরিচালনা করে এই সংস্থা। জানা যায়, তুরস্কের ওই বিমান সংস্থার সাথে জোট বেঁধে বিগত বছরগুলিতে দীর্ঘ দূরত্বের ফ্লাইটের জন্য ওয়াইড-বডি বিমানের ঘাটতি মিটিয়েছে ইন্ডিগো। তবে কেন্দ্রের নির্দেশে এবার সেই জোট ভাঙতে চলছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥