ব্রিজের তলায় ফাঁকা অংশ আবর্জনা নয়, তৈরি হল ইনডোর গেমিং রুম! করে দেখাল গুজরাট

Published on:

Indoor Gaming Room Under Bridge Gujarat

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জঞ্জাল কিংবা আবর্জনা নয়, ব্রিজের নিচে ইনডোর গেমের পরিকাঠামো (Indoor Gaming Room Under Bridge) বানিয়ে বড় দৃষ্টান্ত তৈরি করল গুজরাত। দ্য ব্রিজ ডট ইনের রিপোর্ট অনুযায়ী, গুজরাতের সুরাট শহরের শহীদ বীর ভগত সিং সেতুর ফ্লাইওভারের নিচে তৈরি করা হয়েছে একটি ইনডোর গেমিং রুম।

যেখানে মূলত টেবিল টেনিস, দাবা এবং ইনডোর ক্রিকেটের মতো গেমগুলি খেলতে পারবেন শহরের কচিকাঁচা থেকে শুরু করে প্রাপ্তবয়স্করা। সেই উদাহরণ তুলে ধরেই বাংলার শাসক দলকে ঠুকলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।

আড়াই কোটি টাকা খরচ করে ইনডোর গেমিং রুম উদ্বোধন!

রিপোর্ট অনুযায়ী, আনুমানিক আড়াই কোটি টাকা খরচ করে সুরাটের জানি ফারসানের কাছের ফ্লাইওভারের নিচে তৈরি হওয়া ওই গেমিং রুমের উদ্বোধন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, এক সময়ে ব্রিজের নিচে থাকা জঞ্জাল এবং আবর্জনাকে সরিয়ে ঝুঁকিপূর্ণ জায়গাটিকে আজ গেমিং রুমে রূপান্তরিত করেছে গুজরাতের স্থানীয় প্রশাসন।

স্থানীয় সূত্রে খবর, সুরাটের পৌর কর্পোরেশনের সহযোগিতা না থাকলে ওই গেমিং রুমটি তৈরি করা যেত না। সূত্রের খবর, গোটা দেশবাসীকে বড় বার্তা দিতে এবং সুরাটের স্থানীয় মানুষ জন যাতে অবসর সময়ে খেলাধুলার মধ্যে দিয়ে নিজেদের ব্যস্ত রাখতে পারেন সেজন্যই ব্রিজের নিচে তৈরি করা হয়েছে ওই ইনডোর গেমিং রুম।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আপাতত যা খবর, স্থানীয় ছেলেমেয়ে থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সকলেই ওই গেমিং রুমে সময় কাটাতে পারবেন। জানা যাচ্ছে, ওই ইনডোর রুমটিতে মূলত, টেবিল টেনিস, দাবা, ইনডোর হকি, বক্স ক্রিকেট এবং সাপ-মইয়ের মতো গেমগুলি খেলা যাবে।

Indoor Gaming Room Under Bridge Gujarat

অবশ্যই পড়ুন: ড্রোন শোয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানিয়েছে চিন? ফ্যাক্ট চেক

গুজরাতের ইনডোর গেম রুমের ছবি পোস্ট করে বড় বার্তা দিলীপের

শনিবার নিজের ফেসবুক হ্যান্ডেলে, গুজরাতের সুরাটে নবনির্মিত গেমিং রুমের বেশ কয়েকটি ছবি পোস্ট করে পশ্চিমবঙ্গের সাথে গুজরাতের তুলনা টেনেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপের অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া ছবিগুলির ক্যাপশনে লেখা হয়েছে, ব্রিজের তলায় নোংরা আবর্জনা নয় বরং গুজরাতে ব্রিজের তলায় ফাঁকা অংশগুলোকে কাজে লাগিয়ে এইভাবে গড়ে উঠেছে নানা ইনডোর গেমের পরিকাঠামো।

পশ্চিমবঙ্গেও তো এমন বহু ব্রিজ রয়েছে। সেইসব ব্রিজের তলাগুলি এভাবেই সৃজনশীল নানা কাজে লাগানো সম্ভব। অথচ সরকার এগুলো নিয়ে কোনও দিনও ভাবেনি, উদ্যোগ নেয়নি। এই রাজ্যে শুধু কাটমানি আর অনুপ্রবেশকারীদের নিয়েই যত চিন্তা সরকারের নেতা-মন্ত্রীদের। অনেকেই বলছেন, গুজরাতে সদ্য উদ্বোধন হওয়া ইনডোর গেমিং পরিকাঠামো নিয়ে হালকা ভাবে রাজ্য সরকারকে ঠুকলেন দিলীপ ঘোষ।

 

ব্রিজের তলায় নোংরা আবর্জনা নয় বরং গুজরাটে ব্রিজের তলায় ফাঁকা অংশগুলোকে কাজে লাগিয়ে এভাবেই গড়ে উঠছে নানা ইনডোর গেমের…

Posted by Dilip Ghosh on Saturday, August 30, 2025

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥