নৌসেনার সাথে দীপাবলি উদযাপন প্রধানমন্ত্রীর, জানুন INS বিক্রান্ত সম্পর্কিত ৬ গুরুত্বপূর্ণ তথ্য

Published:

INS Vikrant Know about 6 important key facts About the Indian warship
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আলোর উৎসবে মেতেছে দেশবাসী। দীপাবলী ও কালীপুজোর শুভক্ষণে গোয়ার উপকূলে দাঁড়িয়ে ভারতীয় নৌসেনার সাথে সময় কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসলে প্রধানমন্ত্রীর এই সফরের প্রধান কেন্দ্রবিন্দুতে ছিল ভারতীয় রণতরী INS বিক্রান্ত (INS Vikrant)। যা দেশের প্রথম স্বনির্মিত বিমানবাহী রণতরী। একই সাথে এদিনই অপারেশন সিঁদুরের সাফল্যকেও উদযাপন করেন মোদি।

INS বিক্রান্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ 6টি তথ্য

প্রথমত, দেশের প্রথম স্বনির্মিত বিমানবাহী রনতরী INS বিক্রান্ত ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছিল 2022 সালে। না বললেই নয়, এই যুদ্ধজাহাজটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। মূলত আধুনিক সমস্ত ধরনের সুযোগ সুবিধা এই যুদ্ধজাহাজে থাকায় এটিকে ‘একটি চলন্ত শহর’ বলে অভিহিত করেছে ভারতীয় নৌসেনা।

দ্বিতীয়ত, INS বিক্রান্ত কিন্তু দেশের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। এটির দৈর্ঘ্য কমপক্ষে 262 মিটার এবং প্রস্থ শুধু 62 মিটার। এই যুদ্ধজাহাজ 18 তলা ভবনের সমান উঁচু এবং অন্তত দুটি ফুটবল মাঠের সমান বড়।

তৃতীয়ত, বিমান ধারণ ক্ষমতার নিরিখে ভারতের এই রণতরী অনেকটাই এগিয়ে। এই যুদ্ধ জাহাজে একসাথে 30টি বিমান বহন করা সম্ভব। এই যুদ্ধ বিমান গুলির মধ্যে, MIG 29K যুদ্ধবিমান সহ বিভিন্ন হেলিকপ্টারও রয়েছে।

চতুর্থত, এই যুদ্ধ জাহাজটির নাম রাখা হয়েছে 1971 সালের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া পুরনো INS বিক্রান্তের নামে। বলাই বাহুল্য, পুরনো যুদ্ধ জাহাজটি মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা পালন করেছিল। একই সাথে বর্তমান INS বিক্রান্তে দুটি বৃহৎ হ্যাঙার রয়েছে। যা আকারে বিরাট সুইমিং পুলের সমান।

পঞ্চমত, এই যুদ্ধ জাহাজটি নাবিকের সংখ্যার দিক থেকেও অনেক এগিয়ে। একাধিক রিপোর্ট অনুযায়ী, ভারতের গর্ব INS বিক্রান্তে একসঙ্গে প্রায় 1600 জন নাবিকের থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়াও অন্যান্য সুবিধা গুলির মধ্যে থাকছে 16 বেডের এক হাসপাতাল, 250 ট্যাঙ্কার জ্বালানি ধারণ ক্ষমতা এবং এই যুদ্ধ জাহাজে মোট 2,400টি ঘর রয়েছে। হয়তো সেই কারণেই এটি একটি চলন্ত শহর নামে পরিচিত।

ষষ্ঠত, ভারতীয় নৌবাহিনীর তরফে পাওয়া তথ্য অনুযায়ী, INS বিক্রান্ত তৈরি করতে প্রায় এক দশকেরও বেশি সময় লেগেছে। জানা গেছে, গত বছর চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই এই যুদ্ধ জাহাজটি পূর্ণ কর্ম ক্ষমতা অর্জন করে ফেলেছে। তাই এটি ভারতের গর্ব।

 

অবশ্যই পড়ুন: দীপাবলির শুভদিনে মাত্র কয়েক মিনিটে ৬৭ হাজার কোটি টাকা আয় মুকেশ আম্বানির!

প্রসঙ্গত, দীপাবলীর আগের রাতে তৈরি ভারতীয় বিমানবাহী রণতরীর উপর দাঁড়িয়ে নৌসেনার সাহস এবং কর্মক্ষমতার প্রশংসায় পঞ্চমুখ হন প্রধানমন্ত্রী। এরপরই আজ ভারতীয় নৌ সেনার সাথে দীপাবলি উদযাপন করে 1971 এর যুদ্ধের কথা স্মরণ করেন তিনি। সেই সাথে উল্লেখ করেন অপারেশন সিঁদুরে ভারতের সাফল্যের কথাও।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join