তেল নিয়েই আমেরিকাকে মোক্ষম জবাব ভারতের!

Published on:

IOC Oil Import Strategy Changed now India to import oil from West Africa and middle East

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতকে কার্যত শূলে চড়িয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! নয়া দিল্লির উপর একেবারে অনৈতিকভাবে 50 শতাংশ শুল্ক চাপিয়ে ক্ষমতা জাহির করেছেন মার্কিন শাসক। তবে ভারতও হাত গুটিয়ে নেই। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় স্বার্থ রক্ষার্থে সব রকম পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে নয়া দিল্লি। এরই মাঝে এবার, আমেরিকাকে মোক্ষম জবাব দিল নরেন্দ্র মোদির ভারত।

বিজনেস ইনসাইডার আফ্রিকার মতে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অপরিশোধিত তেল কেনার পদ্ধতি বদলে ফেলেছে। IOC এখন আমেরিকা থেকে তেল কেনার বদলে পশ্চিম আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে (IOC Oil Import Strategy)। রিপোর্ট অনুযায়ী, IOC এবার পশ্চিম আফ্রিকা থেকে 20 লক্ষ ব্যারেল তেল এবং মধ্যপ্রাচ্যের দাস ক্রুড থেকে অন্তত 10 লক্ষ ব্যারেল তেল কেনবে। এর মধ্যে দিয়ে দেশের অভ্যন্তরে জ্বালানির বিপুল চাহিদা মেটাবে নয়া দিল্লি। সবমিলিয়ে, ভারতের এমন পদক্ষেপ আমেরিকার জন্য যে বড় ধাক্কা সেটা বলাই যায়।

তেল নিয়েই ট্রাম্পকে শিক্ষা দিচ্ছে ভারত!

রিপোর্ট যা বলছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন নাইজেরিয়া থেকে আগবামি এবং উশান তেল গ্রেডের প্রত্যেকটি ক্ষেত্রে থেকে 10 লক্ষ ব্যারেল তেল টোটালএনার্জির মাধ্যমে কিনবে। শুধু তাই নয়, আবুধাবি থেকেও 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ ব্যারেল দাস ক্রুড অয়েল কেনা হয়েছে বলেই খবর। বলা বাহুল্য, এর আগে IOC আমেরিকা থেকেই 50 লক্ষ ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেড ক্রুড কিনত। তবে এবার সেই সিদ্ধান্তে বদল আশায় ট্রাম্পের কপালে যে চিন্তার ভাজ বাড়বে, সে কথা বলার অপেক্ষাই রাখে না।

উপকৃত হবে নাইজেরিয়ার মতো একাধিক দেশ

আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার নিষেধাজ্ঞা সত্ত্বেও বন্ধু রাশিয়া থেকে অতিরিক্ত ছাড়ে তেল কিনে গিয়েছে ভারত। মূলত সে কারণেই নিজের রাগ সংবরণ করতে না পেরে নয়া দিল্লির উপর দুই ধাপে 50 শতাংশ শুল্ক চাপিয়ে বসেছেন আমেরিকান প্রেসিডেন্ট। কিন্তু তাতে লাভ হয়েছে কি? ট্রাম্পের অনৈতিক সিদ্ধান্তকে পাশ কাটিয়ে রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে ভারত। আর তাতেই রেগে অগ্নি শর্মা ট্রাম্প। তবে IOC তেল ক্রয়ের পদ্ধতি বদলানোয় এবার সেই ক্রোধের পারদ আরও খানিকটা বাড়তে চলেছে বলা যায়।

বিশেষজ্ঞ মহলের মতে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তেল ক্রয়ের নতুন সিদ্ধান্তে উপকৃত হবে নাইজেরিয়া এবং অ্যাঙ্গোলার মতো বেশ কিছু দেশ। আশা করা হচ্ছে, ভারতীয় তেল সংস্থা নতুন সিদ্ধান্ত নেওয়ায় নাইজেরিয়ার মতো দেশগুলির তেল থেকে আয় স্থিতিশীল থাকবে। কেননা, গোটা বিশ্বে তেল বিক্রির ক্ষেত্রে যথেষ্ট প্রতিযোগিতা রয়েছে। তবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তেল ক্রয় সিদ্ধান্ত বদলে ফেললে এই প্রতিযোগিতার মধ্যেই তেলের বাজারে নিজেদের অবস্থান শক্ত করবে আফ্রিকার দেশগুলি।

শোনা যাচ্ছে, নাইজেরিয়া থেকে তেল কেনার ক্ষেত্রেও বিশেষ ছাড় পাবে ভারত! যদিও ইতিমধ্যেই নাইজেরিয়া তেল কেনার ক্ষেত্রে ফ্রি অন বোর্ড সুবিধা রয়েছে। এর অর্থ, নাইজেরিয়া থেকে ভারত তেল কিনলে সেই অপরিশোধিত ক্রুড অয়েল জাহাজে তোলা খরচ বহন করবে নাইজেরিয়া। এতে অনেকটাই অর্থ সাশ্রয় হবে নয়া দিল্লির।

অবশ্যই পড়ুন: অশোকনগরের পর বনগাঁতেও তেল, প্রাকৃতিক গ্যাস মেলার সম্ভাবনা

প্রসঙ্গত, জ্বালানির বিপুল চাহিদা পূরণ করতে প্রতিমুহূর্তে বিশ্বের একাধিক দেশের সাথে সম্পর্ক আরও গভীর করছে ভারত। আগামী দিনেও এই যাত্রা অব্যাহত থাকবে তা বলাই যায়। তাছাড়াও, বিশ্ব বাজার থেকে তেল ক্রয়ের ক্ষেত্রে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পদ্ধতি বদলের বিষয়টি থেকে এ কথা স্পষ্ট যে, জাতীয় স্বার্থ মাথায় রেখে গোটা বিশ্বের অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথেই ভারত নিজস্ব কৌশল বদলে ফেলছে। শুধু তাই নয়, তেল আমদানির বিষয়টিকে সামনে রেখে আফ্রিকার সহ বিশ্বের অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলির সাথে সম্পর্ক আরও জোরদার করার পথেই হেঁটেছে কেন্দ্র।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥