কলকাতাঃ একদিকে যখন দেশসুড়ে উৎসবের আবহাওয়া বিরাজ করছে। ঠিক সেই সময় টিকিট বুকিং-এর নিয়মে বিরাট রকমের পরিবর্তন ঘটাল রেল। সামনেই রয়েছে দীপাবলি থেকে শুরু করে ধনতেরাস, ছট পুজোর মতো একের পর এক উৎসব। আর এই উৎসবের আবহে অনেকেই আছেন যারা বাড়ি ফেরেন, আবার অনেকেই আছেন যারা কোথাও ঘুরতে যাওয়ার জন্য টিকিট কাটছেন। কিন্তু এবার এই টিকিট কাটার নিয়মেই বিরাট রকমের পরিবর্তন ঘটালো আইআরসিটিসি। আপনিও কি আগামী কয়েকদিনের মধ্যে কোথাও যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল আজকের এই প্রতিবেদনটি। আইআরসিটিসি মূলত অগ্রিম টিকিট কাটার নিয়মে বড় রকমের পরিবর্তন ঘটিয়েছে।
টিকিট কাটার নিয়মে পরিবর্তন
এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে অগ্রিম টিকিট কাটার নিয়ম একই রকমের পরিবর্তন ঘটালো রেল? তাহলে জানিয়ে রাখি, এবার ১২০ দিনের বদলে ৬০ দিনের মাথাতেই টিকিট বুকিং উইন্ডো খুলে দেওয়া হবে IRCTC -র। হ্যাঁ ঠিকই শুনেছেন। জানা গিয়েছে, নতুন সিদ্ধান্ত ২০২৪ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
তবে ট্রেনের অগ্রিম টিকিট বুকিংয়ের নতুন নিয়ম ইতিমধ্যেই বুক করা টিকিটের উপর কোনও প্রভাব ফেলবে না। বর্তমানে আইআরসিটিসির ওয়েবসাইট, অ্যাপ এবং রেলওয়ে বুকিং কাউন্টারের মাধ্যমে টিকিট বুকিং করা হয়।
১ নভেম্বর থেকে কার্যকর হবে নিয়ম
আগামী ১ নভেম্বর থেকে রেলের এই নতুন নিয়মটি কার্যকর হবে। উল্লেখ্য, আইআরসিটিসি থেকে প্রতিদিন ১২.৩৮ লক্ষ টিকিট বুক করা হয়। এর আগে ২০১৫ সালে অগ্রিম সংরক্ষণের সময়সীমা বাড়িয়েছিল রেল। ২০১৫ সালের ১ এপ্রিল পর্যন্ত অগ্রিম সংরক্ষণের সময়সীমা ছিল ৬০ দিন। সরকার তখন যুক্তি দিয়েছিল যে বুকিংয়ের সময়সীমা ১২০ দিন বাড়ানোর কারণে দালালদের ক্ষতি হবে। টিকিট ক্যানসেলেশন চার্জও অতিরিক্ত গুনতে হবে। তবে তখন অনেকেই যুক্তি দিয়েছিলেন যে রেলের রিজার্ভেশনের সময়সীমা বাড়ানোর উদ্দেশ্য ছিল অতিরিক্ত ৬০ দিনের জন্য সুদ সহ আরও বেশি সংখ্যক বাতিল করে অতিরিক্ত রাজস্ব আদায় করা।
এদিকে অ্যাডভান্স রিজার্ভেশন সময়সীমা কমে যাওয়ায় সুদ ও বাতিল থেকে আইআরসিটিসি-র আয় কমে যাবে। এর প্রভাব তার স্টকের উপরও দৃশ্যমান। কোম্পানিটির শেয়ার দর প্রায় ২ শতাংশ কমে ৮৭৫ টাকায় লেনদেন হচ্ছে। এক মাসের ব্যবধানে শেয়ারটির দর কমেছে ৬ শতাংশ।