স্পেস শিপ করে মহাকাশে পাড়ি দেবেন প্রধানমন্ত্রী, কবে? বড় বয়ান ISRO প্রধানের

Published on:

modi-gaganyaan

নয়া দিল্লিঃ যত সময় এগোচ্ছে ISRO একের পর এক মাইলফলক ছুঁয়েই চলেছে। চন্দ্রযান ৩ মিশনের ওপর ভর করে চাঁদের অজানা দিকে অবতরণ, তারওপর মিশন আদিত্য এল ১-এর সাফল্য…একের পর এক ঘটনাকে ঘিরে এখন সপ্তম আকাশে রয়েছে ইসরো। তবে এতকিছুর মধ্যেও আরও একটা ইতিহাস তৈরি করার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ভারতের এই মহাকাশ গবেষণা কেন্দ্রটি। ইসরো তৈরি হচ্ছে আরও এক মিশন যার নাম হল ‘মিশন গগনযান’। কবে এই মিশন শুরু হবে সে সম্পর্কে কিছু জানা না গেলেও ইসরো এই বিষয়ে বড় তথ্য দিল।

গগনযান মিশন নিয়ে প্রকাশ্যে বড় তথ্য

WhatsApp Community Join Now

এই মিশন গগনযান নিয়ে ইসরো এমন এক দাবি করেছে যা শুনে সমগ্র ভারতবাসী তো অবাকই হয়ে গিয়েছে। ইসরো দাবি করেছে যে এই গগনযানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যেতে পারেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালেই এই মিশন গগনযান লঞ্চ হতে পারে। তবে এই নিয়ে বড় দাবি করেছেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। তিনি জানিয়েছেন, ‘গগনযান মিশনে মোদী মহাকাশে যেতেই পারেন। আমরা যখন পুরোপুরি নিশ্চিত হয়ে যাব যে এবার আমরা নিরাপদে মানুষদের অন্তরীক্ষে পাঠাতে পারি, কেবলমাত্র তখনই একজন রাষ্ট্রনেতাকে সেখানে পাঠানো যাবে। যদি আমরা সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে একজন রাষ্ট্রপ্রধানকে মহাকাশে পাঠাতে পারি তাহলে আমরা গর্বিত অনুভব করব।’

খোঁচা কংগ্রেসের

এদিকে প্রধানমন্ত্রীর মহাকাশ সফর প্রসঙ্গে চরম কটাক্ষ করেছে কংগ্রেস। মহাকাশে যাওয়ার আগে প্রধানমন্ত্রীকে হিংসায় জর্জরিত মণিপুর সফরে যাওয়ার পরামর্শ দিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘মহাকাশে যাওয়ার আগে অজৈবিক প্রধানমন্ত্রীর মণিপুর যাওয়া উচিত।’ জয়রাম রমেশ ২০২৩ সালের ৩ মে থেকে মণিপুরে চলমান হিংসা সম্পর্কে বলেন, “২০২৩ সালের ১ আগস্ট সুপ্রিম কোর্ট বলেছে যে মণিপুরে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে। গতকালই আদালত ফের জানিয়ে দেয়, রাজ্য সরকারকে বিশ্বাস করতে পারছে না তারা। অথচ অজৈবিক প্রধানমন্ত্রী কথা বলা ছাড়া আর কিছুই করছেন না।”

আরও পড়ুনঃ ৩ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করে দিল সরকার, ধন্য ধন্য করছেন বাংলার মানুষ

সম্প্রতি ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের (ইসরো) প্রধান এস সোমনাথ এক সাক্ষাৎকারে বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদী ভারতের প্রথম মানব মহাকাশ মিশন গগনযানের যাত্রী হতে পারেন।’ এস সোমনাথ বলেন, প্রধানমন্ত্রী মোদীর মহাকাশ সফরে গোটা দেশ গর্বিত হবে।’

সঙ্গে থাকুন ➥
X