নয়া দিল্লিঃ সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি (Chief Justice of India) কে হবেন? এখন সকলের মুখে এই একটাই প্রশ্ন। কারণ আর কয়েক দিনের মধ্যেই অবসর গ্রহণ করবেন ডি ওয়াই চন্দ্রচূড়। জানা গিয়েছে, আগামী আগামী ১০ নভেম্বর প্রধান বিচারপতি পদে ডিওয়াই চন্দ্রচূড়ের মেয়াদ শেষ হবে। ফলে কলেজিয়ামের নিয়ম অনুযায়ী, আগামী দিনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাকে বসানো উচিৎ তার একটি নাম সুপারিশ করতে হয় বর্তমান প্রধান বিচারপতিকেই। এবার সেই নামই প্রকাশ্যে এল। আর যে নামটি প্রকাশ্যে এসেছে তা শুনলে হয়তো আপনিও চমকে যাবেন।
পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন ইনি?
সুপ্রিম কোর্টে পরবর্তী প্রধান বিচারপতি কে হবেন? সেই নাম সুপারিশ করেছেন ডিওয়াই চন্দ্রচূড়। নিয়ম মাফিক কেন্দ্রকে চিঠি লিখে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ঐতিহ্য অনুসরণ করে তার উত্তরসূরির নাম সুপারিশ করেছেন। সুপ্রিম কোর্টের দ্বিতীয় প্রবীণতম বিচারপতি সঞ্জীব খান্নার নাম পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। বিচারপতি সঞ্জীব খান্নার নামের প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ১০ নভেম্বর অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। এদিকে প্রধান বিচারপতির সুপারিশ গৃহীত হলে বিচারপতি সঞ্জীব খান্না হবেন দেশের ৫১তম প্রধান বিচারপতি। এদিকে বিচারপতি হিসেবে সঞ্জীব খান্নার মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ১৩ মে।
কে এই সঞ্জীব খান্না?
এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কে এই সঞ্জীব খান্না? তাহলে জানিয়ে রাখি, সঞ্জীব খান্না একজন আইনজীবী হিসাবে তাঁর আইনি জীবন শুরু করেছিলেন। ১৯৮৩ সালে তিনি দিল্লি বার কাউন্সিলের সদস্য হন। তিনি তিস হাজারি কমপ্লেক্সের জেলা আদালতে প্র্যাক্টিস শুরু করেন। তারপরে দিল্লি হাইকোর্ট এবং ট্রাইব্যুনালে প্র্যাক্টিস শুরু করেন। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে বিচারপতি সঞ্জীব খান্নার প্রোফাইল অনুসারে, তিনি সাংবিধানিক আইন, প্রত্যক্ষ কর, সালিশি, বাণিজ্যিক আইন, কোম্পানি আইন, ভূমি আইন, পরিবেশ আইন এবং চিকিৎসা অবহেলার মতো বেশ কয়েকটি ক্ষেত্রে মামলা লড়েছেন।
এরপর অনেক কাঠখড় পুড়িয়ে ২০১৯ সালের ১৮ জানুয়ারি ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত সঞ্জীব খান্না। তিনি ১৭ জুন ২০২৩ থেকে ২৫ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সুপ্রিম কোর্ট লিগ্যাল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান এবং ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির গভর্নিং কাউন্সেলরের সদস্য।