চাঁদের মাটি ছুঁয়ে সফল চন্দ্রযান-৩, ভারতের লক্ষ্য এখন শুক্র এবং মঙ্গল!

Published on:

ISRO Big Mission To Mars And Venus

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণের পর ইতিহাস লিখেছে চন্দ্রযান-3। সূর্যের পথে যাত্রা করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ছাতি চওড়া করেছে আদিত্য এল1-ও। এবার ভারতের লক্ষ্য আরও দুই গ্রহে পাড়ি জমানো। হ্যাঁ, চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রমের সফট ল্যান্ডিংয়ের মাধ্যমে চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটির ছুঁয়ে দেখেছিল ভারত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এবার সেই সাফল্যকে সামনে রেখেই মহাকাশের আরও দুই গ্রহ মঙ্গল এবং শুক্রর দিকে নিরন্তর অনুসন্ধান চালিয়ে যাবে দেশীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO। সদ্য DD নিউজের এক সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন ধ্রুব স্পেস মিশনের ডিরেক্টর বিশালতা বালাকুমার।

ভারতের লক্ষ্য এখন মঙ্গল এবং শুক্র গ্রহ

গতকাল অর্থাৎ 14 জুলাই, DD নিউজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক সাক্ষাৎকারে, ধ্রুব স্পেসের ডিরেক্টর বিশালতা বালাকুমারকে বলতে শোনা যায়, চন্দ্রযান-3 ভারতীয় মহাকাশের ইতিহাসে একটি অবিশ্বাস্য মাইলফলক হিসেবে রয়ে গিয়েছে। তবে আমরা এখানেই থেমে থাকব না। সৌরজগৎ কীভাবে কাজ করে তা বোঝার জন্য মঙ্গল এবং শুক্র গ্রহের দিকে আমাদের অনুসন্ধান চলবে। এই প্রক্রিয়া এখনই থামবার নয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ধ্রুব স্পেসের ওই কর্মকর্তা বলেন, ভারতীয় অন্তরিক্ষ স্টেশনের দৃষ্টিকোণ থেকে আমরা পৃথিবীর দিকে আরও বেশি নজর দিচ্ছি। এক্ষেত্রে মানব মহাকাশ অনুসন্ধান একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে ওঠে যেখানে ভারতীয় মহাকাশ খাত ক্রমশ অগ্রসর হবে। সেই সাথে এগোবে আমাদের লক্ষ্যও।

সবশেষে বালাকুমার বলেন, আগামী দিনে উভয় দিগন্তে সম্প্রসারণের জন্য ব্যক্তিগত মহাকাশ খাতের অংশগ্রহণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে। কাজেই, চাঁদের পাশাপাশি দুই অতি পরিচিত গ্রহ মঙ্গল এবং শুক্রে ভারতের অনুসন্ধান যে নিরন্তর ভাবে চলবে তা বলার কোনও অপেক্ষাই রাখে না।

প্রসঙ্গত, চাঁদের মাটিতে সফল হয়ে সূর্যের পথে যাত্রা করার পর শুক্র গ্রহের দিকে বিশেষ নজর দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। একাধিক রিপোর্ট খতিয়ে দেখে জানা যায়, শুক্রর মাটিতে ভারতের ছাপ রাখতে শুক্রযান-1 নিয়ে পরিকল্পনা শুরু করেছিল ISRO।

অবশ্যই পড়ুন: সিরাজকে ফিরিয়ে জিতিয়েছিলেন ইংল্যান্ডকে, চোটের কারণে ছিটকে গেলেন সেই শোয়েব বশির

সূত্রের খবর, সেই মতোই কাজ চলছে শুক্রযানের। আসলে, শুক্র গ্রহের আবহাওয়ামণ্ডল পৃথিবীর থেকে 100 গুণ বেশি ঘন। গ্রহটির চারিদিকে ছড়িয়ে রয়েছে অ্যাসিডের আস্তরণ। বিশেষজ্ঞদের আশঙ্কা, বিগত বছরগুলিতে যেভাবে দূষণের পরিমাণ বেড়েছে তাতে একটা সময় পৃথিবীর অবস্থাও শুক্রের মতোই হতে পারে।

মূলত সেই সব আশঙ্কা, সম্ভবনাকে সামনে রেখেই শুক্র গ্রহে নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে গ্রহটির প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি আরও ভালভাবে বুঝতে চাইছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। মূলত সেই উদ্দেশ্যেই, ভিনগ্রহে শুক্রযান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ISRO। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, 2028 সালের 29 মার্চ তারিখে, শুক্র গ্রহের উদ্দেশ্যে শুক্রযান 1 উৎক্ষেপনের পরিকল্পনা করছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group