ইলন মাস্কের মতো কাজ ISRO কবে করবে? যা জানালেন সোমনাথ

Published on:

s. somanath elon musk

শ্বেতা মিত্র, নয়া দিল্লিঃ বর্তমানে যত সময় এগোচ্ছে ততই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছেন ধনকুবের ব্যক্তি ইলন মাস্ক (Elon Musk)। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। টেলিকম সেক্টর থেকে শুরু করে স্যাটেলাইট গাড়ির ব্যবসা রীতিমতো রাজ করছে ইলন মাস্ক। এদিকে আগামীর কিছু মাসের মধ্যে একের পর এক স্যাটেলাইট লঞ্চ করার কথা রয়েছে এলন মাস্কের SpaceX -এর। এত কিছুর মাঝে এবার ইলন মাস্কের প্রশংসায় পঞ্চমুখ হলেন ISRO-র চেয়ারম্যান এস সোমনাথ। ইলন মাস্ককে রীতিমতো মহান ব্যক্তি হিসেবে তকমা দিলেন ইসরোর চেয়ারম্যান। হ্যাঁ ঠিকই শুনেছেন আরো বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ইলন মাস্কের প্রশংসা করলেন ISRO-র চেয়ারম্যান

দিল্লিতে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) প্রধান এস সোমনাথ। এই অনুষ্ঠানে মহাকাশ খাতে মাস্ক এবং তার স্পেসএক্সের প্রশংসা করেছেন এবং বলেছেন যে তিনি দুর্দান্ত কাজ করছেন এবং একজন মহান ব্যক্তি। আইআইটি দিল্লির সমাবর্তনে বক্তব্য রাখতে গিয়ে ইসরো প্রধান মহাকাশ শিল্পে মাস্কের রূপান্তরমূলক কাজের প্রশংসা করেন এবং জোর দিয়ে বলেন যে মাস্কের কৃতিত্ব এবং তাঁর কাজ থেকে তিনি যে অনুপ্রেরণা পেয়েছেন তা ভারতের মহাকাশ প্রচেষ্টার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।

ইসরো প্রধান জানান, ইলন মাস্কের কাজের ধরণ সকলের থেকে অনেকটাই আলাদা। যে কারণে সে সবার দৃষ্টি আকর্ষণ করছেন। অনেকেও এও জিজ্ঞাসা করতে শুরু করেছেন যে ইসরো কবে মাস্কের মতো কাজ করবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মাস্ককে সকলে হারাতে চায়: ইসরো প্রধান

এস সোমনাথ জানাচ্ছেন, “সবাই মাস্কের দিকে তাকিয়ে আছে যে তিনি কী করছেন। প্রত্যেকে এখন মাস্কের গতিবিধির ওপর নজর রাখছেন। সবাই জিজ্ঞাসা করছে যে ইসরো কবে এরকম করবে? কবে ইসরো মাস্ককে হারাবে? অবশ্য সবাই তাকে হারাতে চায়, কিন্তু সে সবকিছুর ঊর্ধ্বে উঠে গেছে। আমি মনে করি, সে দারুণ একজন মানুষ, দারুণ কাজ করছে। আমরা সবাই তার কাজে অনুপ্রাণিত। এ কারণেই মহাকাশ আজ এত আকর্ষণীয় হয়ে উঠছে।”

এস সোমনাথ মহাকাশ অনুসন্ধানের জন্য যুবকদের মধ্যে ক্রমবর্ধমান আগ্রহকে তুলে ধরেছেন। তিনি জানান, ‘তরুণ সমাজ এখন মহাকাশের দিকে প্রচণ্ড উৎসাহের সঙ্গে তাকিয়ে আছে। আমরা এটিকে এমনভাবে দেখছি যাতে প্রযুক্তি মানুষের জন্য সহজ হয়ে উঠছে। একই সঙ্গে অর্থনীতি, কর্মসংস্থান ও কর্মসংস্থান সৃষ্টিতে এর প্রভাব বাড়ছে। এই ক্ষেত্রগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সে কারণেই সরকার সম্প্রতি মহাকাশ ক্ষেত্রকে উন্মুক্ত করা, আরও বেশি বেসরকারী বিনিয়োগ এবং বেসরকারী অংশগ্রহণ আনার উদ্যোগ নিয়েছে।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group