মহাকাশে ফের ইতিহাস গড়ল ISRO

Published on:

isro space docking

শ্বেতা মিত্র, কলকাতা: নতুন বছরের শুরুতেই বড় রকমের সাফল্য পেল ইসরো (ISRO)। এখন সেইদিন হয়তো বেশি দূরে নয় যখন সাধারণ মানুষও স্পেসে যাওয়ার সুযোগ পাবেন। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আসলে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) বৃহস্পতিবার জানিয়েছে যে তারা Spadex উপগ্রহের ডি-ডকিং (de-docking) প্রক্রিয়া সম্পন্ন করেছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বড় সাফল্য পেল ISRO

ইসোরর এই কাজের ফলে ভবিষ্যতে চাঁদে অনুসন্ধান, মানুষের মহাকাশ অভিযান এবং ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন নির্মাণের মতো মিশনের পথ পরিষ্কার হয়ে গেছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং X-তে একটি পোস্টে স্যাটেলাইটগুলির সফল ডি-ডকিং -এর ব্যাপারটা সকলকে জানিয়েছেন।

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেন, ‘স্প্যাডেক্স উপগ্রহগুলি অবিশ্বাস্যভাবে সফলভাবে ডি-ডকিং প্রক্রিয়া সম্পন্ন করেছে।’ এর ফলে ভারতীয় মহাকাশ স্টেশন, চন্দ্রযান ৪ এবং গগনযান সহ ভবিষ্যতের উচ্চাভিলাষী মিশনগুলির সুষ্ঠু পরিচালনার পথ প্রশস্ত হবে। তিনি এর জন্য ইসরো দলকে অভিনন্দন জানান এবং আরও বলেন যে এটি প্রতিটি ভারতীয়ের জন্য আনন্দের বিষয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

চাঁদে যাওয়ার পথ আরও পরিষ্কার হল ভারতের

ইসরো জানিয়েছে, গত ১৬ জানুয়ারি ডকিং সফলভাবে সম্পন্ন হয়েছিল। গত বছরের ৩০ ডিসেম্বর স্পেডেক্স মিশনটি চালু করা হয়েছিল, যখন ইসরো মহাকাশে ডকিং পরীক্ষা-নিরীক্ষা প্রদর্শনের জন্য দুটি উপগ্রহ – SDX01 এবং SDX02 – কক্ষপথে উৎক্ষেপণ করেছিল। স্পেস ডকিং হলো মহাকাশে দুটি উপগ্রহকে সংযুক্ত করার প্রক্রিয়া। বেশ কিছু প্রচেষ্টার পর, মহাকাশ সংস্থা ১৬ জানুয়ারি সফলভাবে দুটি উপগ্রহকে মহাকাশে সংযুক্ত করে

পরে আরও এক বিবৃতিতে, ইসরো বলেছে যে আনডক করার পর, তারা উপগ্রহগুলির সঙ্গে আরও পরীক্ষা-নিরীক্ষার পরিকল্পনা করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘স্প্যাডেক্স উপগ্রহগুলি ১৬ জানুয়ারি, ২০২৫ তারিখে সফলভাবে ডক করা হয়েছিল।’ ইসরো ১৩ মার্চ, ২০২৫ তারিখে (ভারতীয় সময়) সকাল ৯:২০ মিনিটে প্রথম প্রচেষ্টায় স্প্যাডেক্স উপগ্রহগুলিকে আনডক করার গুরুত্বপূর্ণ মিশন সম্পন্ন করেছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group