তৃতীয় ধাপেই ব্যর্থ হল ISRO-র ১০১ তম স্যাটেলাইট! নেপথ্যে কারণ কী?

Published on:

EOS 09 Satellite

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: ভারতের গবেষণা সংস্থা ISRO-র কাছে অত্যন্ত ভরসাযোগ্য ‘বাহন’ হল পিএসএলভি। ১৯৯৩ সালে আত্মপ্রকাশ করার পর থেকে পিএসএলভি-র ব্যর্থতা প্রায় নেই বললেই চলে। একের পর এক স্যাটেলাইট সাফল্যে নজর গড়েছিল এটি। কিন্তু এত সাফল্যের মাঝেই এবার ব্যর্থর মুখে পড়ল ISRO। ১০১ তম স্যাটেলাইট EOS 09 Satellite উৎক্ষেপণ অভিযান বাতিল করা হল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আকাশপথে ব্যর্থের মুখে ISRO

ঘটনা সূত্রে জানা গিয়েছে, আজ, রবিবার, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ভোর ৫টা ৫৯ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রওনা দিয়েছিল পিএসএলভি-সি৬১ রকেট। লক্ষ্য ছিল EOS-09 কৃত্রিম উপগ্রহ লঞ্চ করা। কিন্তু শেষ মুহূর্তে এসে থমকে গেল সবটা। এত প্রচেষ্টার পর যান্ত্রিক গোলযোগের কারণে ওই উপগ্রহটি মহাকাশে প্রেরণ করা গেল না। আর এই আবহেই উৎক্ষেপণের ২০৩ সেকেন্ডের মধ্যে মিশনের তৃতীয় ধাপে সমস্যা হওয়ায় তা বাতিল করে দেওয়া হল।

স্যাটেলাইটের কাজ কী ছিল?

ISRO সূত্রে জানা গিয়েছে ১৭১০ কেজির এই আর্থ অবজারভেশন স্যাটেলাইট তৈরিই হয়েছে সি ব্যান্ডের SAR ব্যবহার করে সমস্ত মরশুমের ছবি তোলার জন্য। অর্থাৎ এর মূল কাজ ছিল দিন-রাত, যে কোনও আবহাওয়ায়, নিরবচ্ছিন্নভাবে পৃথিবীর স্পষ্ট ছবি পাঠানো। পাঁচ বছরের কার্যকাল নিয়ে নির্মিত এই স্যাটেলাইট নজরদারি, কৃষি পরিকল্পনা, শহর উন্নয়ন,একাধিক খাতে সাহায্য করতে পারত। শুধু তাই নয় জাতীয় নিরাপত্তার কাজেও এর অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কারণ বর্তমান সময়ে, ভারত পাকিস্তান সীমান্তে সতর্কতা বাড়ার পাশাপাশি অন্যান্য সীমান্তে অনুপ্রবেশকারীদের রোধ, সন্ত্রাস দমনের ওপর বিশেষ জোর দিয়েছে কেন্দ্র। তাই সেক্ষেত্রে এই স্যাটেলাইট কার্যকর ভূমিকা নিতে পারত। এছাড়াও এই স্যাটেলাইটের ক্যামেরা থেকে পাওয়া তাৎক্ষণিক চিত্র ও তথ্যে প্রাকৃতিক বিপর্যয়ে দ্রুত উদ্ধারে এর বন্যা, ধস, ঘূর্ণিঝড়ের সময় নিয়েও বড় আপডেট উঠে আসতে পারত। কিন্তু সবটাই শেষ মুহূর্তে এসে ব্যর্থ হল। তবে এই ব্যর্থতা ইসরোর কাছে ধাক্কা হলেও ভবিষ্যতের জন্য এটি এক গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে রইল।

কী বললেন ইসরো প্রধান?

এই প্রসঙ্গে ইসরোর চিফ ভি নারায়ণ স্যাটেলাইট ব্যর্থতা নিয়ে লাইভ স্ট্রিমে এসে পুরো বিষয়টি খুলে বলেন। তিনি জানান, ‘‘১০১তম মিশনটি আজ শুরু করা হয়। সেক্ষেত্রে পিএসএলভি-সি৬১ দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল। কিন্তু তৃতীয় ধাপে এসে এক বিশেষ পর্যবেক্ষণের পরে এই মিশন বাতিল করে দেওয়া হল। যান্ত্রিক গোলযোগকোথায় হয়েছে তা খতিয়ে দেখবে ফেলিওয়র অ্যানালিসিস কমিটি।’’ এদিকে ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণের ইতিহাস দেখলে জানা যাবে ২০১৭ সালের পর এই প্রথম ইসরোর কোনও কৃত্রিম উপগ্রহ লঞ্চের পরিকল্পনা ব্যর্থ হল।

আরও পড়ুন: ভারতীয় সেনা তো ছিলই, এবার দেশের মানুষের কল্যাণে যুগান্তকারী আবিষ্কার DRDO-র

প্রসঙ্গত, ৪৬ বছর আগে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হয়েছিল প্রথম উপগ্রহ। তারপর অনেকটা পথ পেরিয়ে এসেছে ইসরো। কৃত্রিম উপগ্রহ এনভিএস-২-কে নিয়ে জিএসএলভি এফ-১৫ রকেটের সফল উৎক্ষেপণের ওই মিশনই ছিল ইসরোর চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া ভি নারায়ণনের প্রথম মিশন। কিন্তু ১০১-তম মিশনটি ব্যর্থ হওয়ায় কয়েক বছর পর ব্যর্থতার স্বাদ পেল ইসরো। চলতি বছর গত জানুয়ারিতে শততম উৎক্ষেপণের নজির গড়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group