শ্বেতা মিত্র, কলকাতাঃ নতুন বছরেই ফের একবার নয়া চমক দিল ISRO। বছরের শুরুতেই বদলে যেতে চলেছে ইসরোর চেয়ারম্যান। আর এস সোমনাথ নন, তাঁর জায়গায় আসতে চলেছে নতুন মুখ। হ্যাঁ ঠিকই শুনেছেন। এমনিতে ২০২৪ সালটা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার জন্য বেশ উল্লেখযোগ্য ছিল। এই এস সোমনাথের নেতৃত্বে একের পর এক মিশনের ক্ষেত্রে এসেছে সফলতা। তবে এবার ইসরো-র চেয়ারম্যানের মুখ বদলে যেতে চলেছে। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে নতুন ইসরো প্রধান কে হতে চলেছেন? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
নতুন ইসরো প্রধান কে? ISRO New Chief |
জানা গিয়েছে, ইসরোর নতুন প্রধান হচ্ছেন ডঃ ভি নারায়ণন। ১৪ জানুয়ারি তিনি এস সোমনাথের স্থলাভিষিক্ত হবেন। মঙ্গলবার এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডঃ নারায়ণন বর্তমানে লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টারের (এলপিএসসি) পরিচালক। তিনি ইসরোর একজন বিশিষ্ট বিজ্ঞানী। তিনি প্রায় চার দশক ধরে মহাকাশ সংস্থায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। রকেট এবং মহাকাশযান প্রপালশন তার দক্ষতার ক্ষেত্র।
ইসরোতে এক গুরুত্বপূর্ণ নাম ভি নারায়ণন
অনেকেই হয়তো জানেন না যে ডঃ নারায়ণন ইসরোতে একটি বড় নাম। তিনি GSLV Mk III-এর C25 ক্রায়োজেনিক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে, C25 প্রকল্প এক অভূতপূর্ব সাফল্য লাভ করেছিল। এটি জিএসএলভি এমকে থ্রি-র একটি গুরুত্বপূর্ণ অংশ। ডঃ নারায়ণনের নেতৃত্বে এলপিএসসি ইসরোর বিভিন্ন মিশনের জন্য ১৮৩টি লিকুইড প্রপালশন সিস্টেম এবং কন্ট্রোল পাওয়ার প্ল্যান্ট সরবরাহ করেছে।
তিনি পিএসএলভির দ্বিতীয় এবং চতুর্থ পর্যায়ের নির্মাণেও কাজ করেছেন। পিএসএলভি সি ৫৭ এর নিয়ন্ত্রণ বিদ্যুৎ কেন্দ্রটিও তাঁর নির্দেশনায় নির্মিত হয়েছিল। নিজের কার্যকালে ডাঃ নারায়ণন অনেক পুরষ্কার এবং সম্মান পেয়েছেন। সবথেকে বড় কথা, নিজের কিছু অসাধারণ কাজের জন্য খড়গপুর আইআইটি থেকে রৌপ্য পদক পেয়েছেন তিনি।
অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া (এএসআই) তাকে স্বর্ণপদক দিয়েছে। তিনি এনডিআরএফ থেকে জাতীয় নকশা পুরস্কারও পেয়েছেন। ডঃ নারায়ণনের রকেট এবং মহাকাশযান চালনা সম্পর্কে গভীর জ্ঞান রয়েছে। তিনি তার কর্মজীবনে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব ইসরোকে এগিয়ে যেতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।