প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: ভারত পাকিস্তানের সম্পর্কের (India Pakistan Tension) অবনতি ক্রমেই নিম্নমুখী হয়ে চলেছে। পহেলগাঁও-এ সন্ত্রাসবাদীদের হামলার প্রতিশোধ নিতে গত মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা। ৯ টি জঙ্গি ঘাঁটি মুহূর্তের মধ্যে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে এই প্রত্যাঘাতে ক্ষেপে উঠেছে পাকিস্তানের সেনারা। একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তারাও। তবে কড়া জবাব দিচ্ছে ভারতীয় সেনারাও। আর এই আবহে এবার ভারতে সাইবার নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় তথ্য মন্ত্রক একাধিক নির্দেশিকা জারি করেছে।
ক্রমেই সীমা ছাড়াচ্ছে পাকিস্তান। লাগাতার গোলাবর্ষণ তোকরেই চলেছে। অন্যদিকে ভারত পাকিস্তানের যুদ্ধের আবহে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভুয়ো তথ্য রটছে দেশের অন্দরে। যার দরুন সাধারণ মানুষের মনে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভারত এবং পাকিস্তান নিয়ে নানা কুরচিকর এবং উস্কানিমূলক পোস্টও শেয়ার করা হচ্ছে। তাই এই ধরনের সমস্যা নির্মূল করতে এবার ময়দানে নামল কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক।
নির্দেশিকা জারি তথ্য প্রযুক্তি মন্ত্রকের
ভারতের ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের পক্ষ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেই প্রেক্ষিতে ভারতের ইন্টারনেট ব্যবহারকারীদের বেশ কিছু সতর্কতামূলক কাজ করতে হবে। নির্দেশিকায় জানানো হয়েছে ব্যবহারকারীরা যেন বাকিদের সঙ্গে অফিসিয়াল নির্দেশিকা, হেল্পলাইন নম্বর, উদ্ধার বা ত্রাণ সংক্রান্ত আপডেট শেয়ার করে। এছাড়াও অফিসিয়াল সোর্স থেকে ফ্যাক্ট-চেক খবর শেয়ার করতে বলা হয়েছে। এবং যদি কোনো ভুয়ো খবর পান তাহলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে হবে।
ভুয়ো খবর রিপোর্ট করার নির্দেশ
এছাড়াও ভারতের ইন্টারনেট ব্যবহারকারীদের তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে হিংসা ও সাম্প্রদায়িক হানাহানি উসকে দিতে পারে এমন কোনো পোস্ট যেন সমাজমাধ্যমে শেয়ার না করা হয়। এবং ভুয়ো তথ্য পাওয়া মাত্র নির্দেশিকায় দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর ৮৭৯৯৭১১২৫৯ কিংবা ইমেল অ্যাড্রেস socialmedia@pib.gov.in – এ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে শুধু ভারতীয় ইন্টারনেট ব্যবহারকারী নয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে সমস্ত ওটিটি প্ল্যাটফর্মগুলিকেও গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে।
আরও পড়ুনঃ তাপপ্রবাহের মধ্যেই বর্ষার আগমনী বার্তা, সুখবর শুনিয়ে দিল আবহাওয়া দফতর
তথ্য মন্ত্রকের প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে যে সমস্ত ওটিটি প্ল্যাটফর্মগুলি পাকিস্তানের সঙ্গে সংযুক্ত বা পাকিস্তানে নির্মিত ওয়েব সিরিজ, সিনেমা, গান, পডকাস্ট তৈরি করেছে সেগুলি যেন সরিয়ে ফেলা হয়। পাশাপাশি এও বলা হয়েছে যে “গুরুত্বপূর্ণ অনলাইন নিরাপত্তা সতর্কতা মেনে চলতে হবে, সাইবার নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় তথ্য মাথায় রাখতে হবে। ইন্টারনেট ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে, কোনও ফাঁদে পা দেবেন না। দেশপ্রেমী থাকুন, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।”
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।