কয়েক ঘণ্টা পরেই শেষ ITR ফাইলের সময়! অনলাইনে এভাবে করুন আয়কর রিটার্ন ফাইল

Published on:

ITR Filing Time Extended

কৃশানু ঘোষ, কলকাতাঃ ৩১ জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন ফাইল করার শেষ তারিখ, প্রথমে বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত করা হয়েছিল। এবার সেই সময়সীমা আরও একদিন বাড়িয়ে ১৬ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত করা হল (ITR Filing Time Extended)। আর এই নিয়ে সোমবার গভীর রাতে দেশবাসীর জন্য একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। শুধু সময়সীমা বাড়ানোই নয়, এখনও পর্যন্ত কত জন রিটার্ন ফাইল করেছেন, যারা অনলাইনে ITR ফাইল করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা কীভাবে সহজে ফাইল করবেন – সেই বিষয়েও আপডেট দেওয়া হয়েছে।

সরকারের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি

কেন্দ্রীয় সরকারের তরফ  থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে যারা এখনও পর্যন্ত আয়কর জমা দিতে পারেননি, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, ‘করদাতারা অনুগ্রহ করে মনে রাখবেন! ২০২৫-২৬ বছরের জন্য আয়কর রিটার্ন (ITR) ফাইলের শেষ তারিখ, যা মূলত ৩১ জুলাই ২০২৫ ছিল, প্রথমে ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছিল। এখন কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড ২০২৫-২৬ মূল্যায়ন বছরের জন্য এই ITR ফাইল করার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ থেকে বাড়িয়ে ১৬ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে’।

শুধু, তাই নয়। সরকারের তরফ থেকে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে আরও গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকা অনুযায়ী, ব্যবহারের সুবিধার জন্য বিশেষ কিছু পরিবর্তন করার জন্য ১৬ সেপ্টেম্বর ই-ফাইলিং পোর্টালটি রাত ১২:০০টা থেকে দুপুর ২:৩০টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ মোডে থাকবে। অর্থাৎ, ১৬ সেপ্টেম্বর দুপুর ২:৩০টার পর থেকেই ভারতীয় নাগরিকরা নিজেদের ITR ফাইল করতে পারবেন।

রেকর্ড পরিমাণ ITR ফাইল করা হয়েছে!

এই বিজ্ঞপ্তি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই আরও একটি পোস্ট করা হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। সেখানে বলা হয়েছে ১৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত রেকর্ড সংখ্যক মানুষ নিজেদের আয়কর রিটার্ন ফাইল করেছেন, এবং এই সংখ্যা প্রায় ৭.৩ কোটি ছাড়িয়েছে।

আরও পড়ুনঃ পুজোর আগে দাম কমল সোনা-রুপোর! আজকের রেট

অনলাইনে কীভাবে ফাইল করবেন ITR?

আয়কর বিভাগের তরফ থেকে X (যা পূর্বে টুইটার হিসাবে পরিচিত ছিল)-এ একটি পোস্ট করে বলা হয়েছে, অনলাইনে ITR ফাইল করার জন্য –

প্রথমে, https://eportal.incometax.gov.in/iec/foservices/#/login-এ যান।

তারপর, PAN নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

তারপর, ‘আয়কর রিটার্ন ফাইল করুন’ বিকল্পটি নির্বাচন করুন।

তারপর, মূল্যায়ন বছর (AY 2025-26) নির্বাচন করুন।

তারপর, প্রযোজ্য ITR ফর্মটি নির্বাচন করুন।

এবার আপনাকে পূর্বে পূরণ করা তথ্যগুলি দেখাবে, যেমন, বেতন, TDS, ব্যাঙ্কের সুদ। সব তথ্যগুলি মনোযোগ সহকারে দেখে নিন, এবং জমা দেওয়া হয়নি এমন আয় বা ডিডাকশনগুলি অন্তর্ভুক্ত করুন।

এরপর রিটার্ন জমা করুন-এ ক্লিক করুন।

তারপর, একবার ই-যাচাই করে নিন।

রিটার্ন কীভাবে যাচাই করবেন

বেশ কয়েকটি বিকল্পের মাধ্যমে আপনি আপনার রিটার্ন ই-যাচাই করতে পারবেন। এর জন্য, আপনি আপনার আধার-লিঙ্ক করা মোবাইল নম্বরে পাঠানো OTP ব্যবহার করতে পারেন। অথবা আপনি একটি প্রি-ভেরিফাইড ব্যাঙ্ক বা ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে EVC জেনারেট করতে পারেন। এছাড়া, এটিএম, নেট ব্যাঙ্কিং বা ডিজিটাল স্বাক্ষর শংসাপত্রের মতো অন্যান্য পদ্ধতির মাধ্যমে যাচাইকরণ করতে পারেন। একটা কথা মনে রাখবেন যে, আপনি ই-যাচাই না করলে আপনার রটার্ন গ্রহণ করা হবে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥